Shraddha Walker Murder: 'লভ জিহাদের' অভিযোগ তুলে আফতাবের মৃত্যুদণ্ডের দাবি শ্রদ্ধার বাবার

দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়, আফতাব আমিন পুনাওয়ালা একজন ফুড ব্লগার। ফুড ব্লগিংয়ের পাশাপাশি আফতাব কল সেন্টারেও কর্মরত। দিল্লির ছত্তরপুরের যে ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্রদ্ধা এবং আফতাব থাকতেন, সেখানেই ওই তরুণীকে খুনের পরিকল্পনা করা হয় কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

Shraddha Walkar, Aftab Ameen Poonawala (Photo Credit: File Photo)

দিল্লি, ১৫ নভেম্বর: দিল্লির (Delhi) শ্রদ্ধা ওয়ালকরের মৃত্যুতে তোলপাড় শুরু হয়েছে প্রায় গোটা দেশ জুড়ে। শ্রদ্ধা ওালকারের মৃত্যুতে এবার অভিযুক্ত আফতাবের মৃত্যুদণ্ডের দাবি জানালেন মৃতার বাবা। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর আরও দাবি করেন, 'লভ জিহাদের' বশবর্তী হয়েই তাঁর মেয়েকে খুন করছে আফতাব। দিল্লি পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে আশা প্রকাশ করেন শ্রদ্ধার বাবা। এসবের পাশাপাশি বিকাশ ওয়ালকর আরও বলেন, শ্রদ্ধা ওঁর কাকার প্রিয় ছিল। তাঁর সঙ্গে মেয়ের তাই খুব বেশি কথা হত না। মুম্বইয়ের ভাসাইতেও আফতাবের বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেছেন বলে জানান শ্রদ্ধার বাবা বিকাশ।

দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায়, আফতাব আমিন পুনাওয়ালা একজন ফুড ব্লগার। ফুড ব্লগিংয়ের পাশাপাশি আফতাব কল সেন্টারেও কর্মরত। দিল্লির ছত্তরপুরের যে ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্রদ্ধা এবং আফতাব থাকতেন, সেখানেই ওই তরুণীকে খুনের পরিকল্পনা করা হয় কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। শ্রদ্ধার মৃত্যুর পর পুলিশ জানতে পারে, আফতাবের সঙ্গে তাঁর প্রায়শয়ই লড়াই হত।

আরও পড়ুন:  Delhi Murder Case: নৃশংসতা, শ্রদ্ধাকে খুন করে দেহাংশ ফ্রিজে রাখে আফতাব, গন্ধ ঢাকতে জ্বালায় ধূপকাঠি

২০২২ সালে দিল্লিতে পাকাপাকিভাব আফতাবের সঙ্গে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন শ্রদ্ধা। তবে দিল্লিতে পাকাপাকিভাবে থাকার আগে ২০১৯ সাল থেকে অর্থাৎ সম্পর্কের প্রথম থেকেই আফতাবের সঙ্গে শ্রদ্ধা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। বিশেষ করে পাহাড়ে। হিমাচল প্রদেশ থেকে শুরু করে, দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আফতাবের সঙ্গে শ্রদ্ধা ঘুরে বেড়াতেন বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। দিল্লির ফ্ল্যাটে থাকার আগে, হিমাচল প্রদেশে এক ব্যক্তির সঙ্গে আফতাব এবং শ্রদ্ধার পরিচয় হয়। ওই ব্যক্তির ফ্ল্যাটেই তাঁরা থাকতে শুরু করেন বলেও জানতে পারে পুলিশ।

এরর দিল্লির ছত্তরপুরে ফ্ল্যাট ভাড়া নেয় আফতাব। এবং তারপর থেকেই শ্রদ্ধার সঙ্গে সে থাকতে শুরু করে। দিল্লির ছত্তরপুরের ওই ফ্ল্যাটেই গত ১৮ মে শ্রদ্ধা ওয়ালকরকে শ্বাসরোধ করে আফতাব খুন করে বলে পুলিশের তদন্তে উঠে আসতে শুরু করেছে। তবে আফতাবই শ্রদ্ধাকে খুন করেছে কি না, সে বিষয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।