Shraddha Walker Murder: বন্ধুর সঙ্গে দেখা করায় রেগে 'আগুন' আফতাব, প্রকাশ্যে শ্রদ্ধা খুনে চাঞ্চল্যকর তথ্য

দিল্লি পুলিশের দাবি নস্যাৎ করে দেয় আফতাব। দিল্লি পুলিশের তরফে চার্জশিটে যে দাবি করা হয়, তা অহেতুক বলে দাবি করে আফতাব। শ্রদ্ধা খুনে দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করে, সেখানে ফরেন্সিক এবং ইলেকট্রনিক্স তথ্য রয়েছে।

Shraddha Walker, Aftab Amin Poonawala (Photo Credit: Instagram)

দিল্লি, ২৪ জানুয়ারি: শ্রদ্ধা ওয়ালকর (Shraddha Walker) খুনে এবার ফের নয়া তথ্য প্রকাশ্যে এল। শ্রদ্ধা ওয়ালকর খুনে পুলিশ অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Amin Poonawala) বিরুদ্ধে ৬,৬৩৬ পাতার চার্জশিট পেশ করেছে। দিল্লি পুলিশের রিপোর্ট অনুযায়ী, শ্রদ্ধা নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে ক্ষেপে যায় আফতাব। এরপরই আফতাব আমিন পুনাওয়ালা রাগের মাথায় খুন করে তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকরকে। যদিও দিল্লি পুলিশের দাবি  নস্যাৎ করে দেয় আফতাব। দিল্লি পুলিশের তরফে চার্জশিটে যে দাবি করা হয়, তা অহেতুক বলে দাবি করে আফতাব। শ্রদ্ধা খুনে দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করে, সেখানে ফরেন্সিক এবং ইলেকট্রনিক্স তথ্য রয়েছে। ওই দুই তথ্যের উপর নির্ভর করে দিল্লি পুলিশ এই মামলার চার্জশিট পেশ করে বলে খবর।

আরও পড়ুন: Shraddha Murder Case: জেলে উপন্যাস পড়তে চেয়ে আবেদন আফতাবের, রাজি তিহার কর্তৃপক্ষ

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মহ্গলবার আদালতে হাজিরা দেয় আফতাব আমিন পুনাওয়ালা। শুনানি শেষে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।