Aftab Poonawala Attacked Video: পুলিশের সামনেই আফতাবের উপর তলোয়ার নিয়ে হামলা 'হিন্দু সেনার', দেখুন ভিডিয়ো
সোমবার শ্রদ্ধা খুনের তদন্ত যখন জোর কদমে শুরু হয়েছে, সেই সময় উদ্ধার হয় 'মার্ডার ওয়েপন'। শ্রদ্ধা ওয়ালকরকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়, সোমবার তা খুঁজে বের করে দিল্লি পুলিশ।
দিল্লি, ২৮ নভেম্বর: এবার আফতাব পুনাওয়ালার (Aftab Poonawala) উপর হামলা চালাল ২ ব্যক্তি। দিল্লিতে (Delhi) ফরেন্সিক ল্যাবরেটরিতে যখন আফতাব পুনাওয়ালাকে নিয়ে আসা হয়, সেই সময় তার উপর তলোয়ার নিয়ে হামলা চালায় ২ ব্যক্তি। পুলিশের সামনেই আফতাবের উপর হামলা হয়। ২ ব্যক্তি তলোয়ার নিয়ে আফতাবের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলে, পুলিশ সঙ্গে সঙ্গে বাধা দেয়। যা নিয়ে শোরগোল শুরু হলে পরে জানা যায়, হিন্দু সেনার ২ কর্মী আফতাব পুনাওয়ালার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালায় তলোয়ার নিয়ে। প্রসঙ্গত গত ১৮ মে প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে আফতাব পুনাওয়ালা। শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ ৩৫ টুকরো করে আফতাব। এরপর শ্রদ্ধার দেহাংশ ফ্রিজে ভরে রাখে অভিযুক্ত। সম্প্রতি দিল্লির ওই ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।
আরও পড়ুন: Shraddha Walker Murder: শ্রদ্ধা খুনে আফতাবের তথ্য খুঁজছে পুলিশ, জিজ্ঞাসাবাদ পাঁচতারা হোটেলের শেফকে
সোমবার শ্রদ্ধা (Shraddha Walker) খুনের তদন্ত যখন জোর কদমে শুরু হয়েছে, সেই সময় উদ্ধার হয় 'মার্ডার ওয়েপন'। শ্রদ্ধা ওয়ালকরকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়, সোমবার তা খুঁজে বের করে দিল্লি পুলিশ।
এদিকে আফতাব পুনাওয়ালার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রয়োজনে আবার আফতাবের বাড়ির লোককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে। তবে আফতাবের বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হলেও, মেয়ের খুনির মৃত্যুদণ্ড দাবি করেন শ্রদ্ধা ওয়ালকরের বাবা।