Sai Baba Birthplace Row: আজ শিরডিতে শহরজুড়ে বনধ, ভক্তগণের জন্য খোলাই থাকবে সাঁইবাবা মন্দির

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে প্রতিবাদে শিরডিতে বনধ ডাকা হয়েছে। তবে আজ থেকে খুলে যাবে মন্দির। উদ্ধব ঠাকরে সাঁইবাবার জন্ম পারভানি জেলার পাথরীতে হয়েছিল বলে মন্তব্য করেছিলেন। সেই থেকে বিতর্ক এতটাই জোরালো হয় যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হয় শিরডি মন্দিরের মূল দরজা। তবে আজ থেকেই দর্শনার্থী এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ।

শিরডি (Photo Credits: ANI)

মুম্বই, ১৯ জানুয়ারি: মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে প্রতিবাদে শিরডিতে (Shirdi) বনধ (Bandh) ডাকা হয়েছে। তবে আজ থেকে খুলে যাবে মন্দির (Sai Baba Temple)। উদ্ধব ঠাকরে সাঁইবাবার জন্ম পারভানি জেলার পাথরীতে হয়েছিল বলে মন্তব্য করেছিলেন। সেই থেকে বিতর্ক এতটাই জোরালো হয় যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হয় শিরডি মন্দিরের মূল দরজা। তবে আজ থেকেই দর্শনার্থী এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হচ্ছে বলে জানান মন্দির কর্তৃপক্ষ।

শ্রী সাঁইবাবা মন্দিরের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপক মধুকর মুগলিকর জানিয়েছেন, আজ থেকে মন্দির খোলাই থাকবে এবং শহরে বনধ থাকার জন্য মন্দিরে এর কোনও আঁচ পড়বে না। প্রতিবছর শিরডি মন্দির দর্শনে লক্ষ লক্ষ ভক্ত দেশবিদেশ থেকে ছুটে আসেন।

আরও পড়ুন, দেশদ্রোহিতায় জামিন অযোগ্য মামলায় গ্রেফতার কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল

তিনি আরও জানিয়েছেন, ১৯ তারিখ পর্যন্ত শিরডি মন্দির বন্ধ থাকার একটা গুজব ছড়িয়েছে। এসব কিছু হবে না। মন্দিরের ট্রাস্টের এক সদস্য জানিয়েছেন, শিরডি বন্ধ থাকলেও ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হবে।

শিরডি সাঁইবাবা মন্দির দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। উদ্ধব ঠাকরে হঠাৎই দাবি করেন পাথরীকে সাঁইবাবার জন্মস্থান হিসেবে পরিচিতি দেওয়া হোক। কিন্তু শিরডিবাসীদের দাবি পাথরী নয়, সাঁইবাবার জন্ম হয়েছিল শিরডিতেই। এই নিয়েই বাধে মতবিরোধ এবং তার জেরে বনধ ডাকা হয় শহরজুড়ে।