Sedition Case Against JNU Student: 'বিচ্ছিন্ন অসম চাই' প্রতিবাদ করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেএনইউ-র ছাত্রকে গ্রেফতার
শাহীনবাগে সিএএ-র বিরোধিতায় বেআইনিভাবে আন্দোলন করার অভিযোগে সার্জিল ইমাম বলে এক বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে অসম পুলিশ। তিনি অসমকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার একটি ভিডিও প্রকাশ করেছিলেন। অসম পুলিশ এনডিটিভিকে জানায়, জেএনইউতে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে পড়াশুনা করত ছেলেটি। তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহ এবং দুই ধর্মের বিরুদ্ধে শত্রুতার প্রচারের অভিযোগ করেছে।
গুয়াহাটি, ২৬ জানুয়ারি: শাহীনবাগে (Shaheen Bagh) সিএএ-র (CAA) বিরোধিতায় বেআইনিভাবে আন্দোলন করার অভিযোগে শারজিল ইমাম (Sharjeel Imam) বলে এক বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে অসম পুলিশ। তিনি অসমকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার একটি ভিডিও প্রকাশ করেছিলেন। অসম পুলিশ (Assam Police) এনডিটিভিকে জানায়, জেএনইউতে (JNU) মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে পড়াশুনা করত ছেলেটি। তার বিরুদ্ধে দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহ এবং দুই ধর্মের বিরুদ্ধে শত্রুতার প্রচারের অভিযোগ করেছে।
অসমের ক্যাবিনেট মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেছেন, "হিন্দু, খ্রিস্টান, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে মুসলমানদের বিক্ষোভের প্রথম ঘটনাটি শাহীনবাগের বিক্ষোভ বলে অভিযোগ করেছিলেন। তিনি আরও বলেছেন, যখন মুসলিমদের জন্য কোনও বিল আসে আমরা তো প্রতিবাদ করি না। তারা চায় হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ সম্প্রদায়ে যারা গরিব পরিবার থেকে আসে তাদের ধর্মান্তরনের চেষ্টা করছে।" আরও পড়ুন, রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপনের পর মুখ্যমন্ত্রীকে ফের চায়ের নিমন্ত্রণ রাজ্যপাল জগদীপ ধনখরের
আলিগড় পুলিশ জানায়, এই মাসের গোড়ার দিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ বক্তৃতার সময় এই মন্তব্য করা হয়েছিল। এই বিষয়টিতে পূর্ণ তদন্ত করছি পুলিশ। ডেপুটি চিফ মিনিস্টার জানিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে যেন গ্রেফতার করা হয়। "ছেলেটি অসমকে দেশ থেকে বিচ্ছিন্ন করার কথা বলেছে। বিজেপি তাকে গ্রেফতার না করিয়ে সাংবাদিক বৈঠক করছে", বলে মতপ্রকাশ করেন তিনি।