Sharad Pawar: দলীয় কর্মীদের প্রতিবাদ, কান্না দেখে ইস্তফা পুনর্বিবেচনায় শরদ পাওয়ার! জানালেন অজিত পাওয়ার

দীর্ঘ ২৩ বছর পর এনসিপি (NCP)-র প্রধানের পদ থেকে ইস্তফা দেন শরদ পাওয়ার (Sharad Pawar)।

Sharad Pawar Quits As NCP (Photo Credits: Facebook)

মু্ম্বই, ২ মে: দীর্ঘ ২৩ বছর পর এনসিপি (NCP)-র প্রধানের পদ থেকে ইস্তফা দেন শরদ পাওয়ার (Sharad Pawar)। কিন্তু দলের সহ প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের পদত্যাগ কিছুতেই মেনে নিতে পারেননি এনসিপি-র কর্মী, নেতারা। চোখের জল ফেলে, বারবার অনুরোধ করেও কাজ না হওয়ায় শরদ পাওয়ারের পদত্যাগ তোলার দাবিতে পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। দলীয় কর্মীদের বিক্ষোভ দেখে অজিত পাওয়ার বিকেলের দিকে ঘোষণা করেন, এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা পুনর্বিবেচনা করতে দু তিনদিন সময় নেবেন শরদ পাওয়ার।

এনসিপি নেতা-কর্মীদের যুক্তি হল, মহারাষ্ট্র রাজনীতির এই কঠিন সময়ে শরদ পাওয়ার প্রধানের পদ ছাড়লে সেটা দলের পক্ষে খুব খারাপ হবে। ৮২ বছর বয় হলেও শরদ পাওয়ার এখনও কাজ চালিয়ে যান বলে দাবি ওঠে। শরদ পাওয়ারের জায়গায় যিনি এনসিপি প্রধানের পদে আসতে পারেন তাঁর ভাইপো অজিত পাওয়ারের ওপর দলের অনেকেরই আস্থা নেই। কারণ বছর তিনেক আগে দলীয় নির্দেশ অমান্য করে অজিত পাওয়ার বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আরও পড়ুন-সবাই এক হলে বিজেপি হারবেই, বিরোধী জোটের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখুন দিদির বার্তা

দেখুন টুইট

এদিকে, শরদ পাওয়ারের জায়গায় পরবর্তী এনসিপি সভাপতি কে হবেন তা বেছে নিতে প্যানেল বা কমিটি গড়া হয়েছে। তবে এখন সেই কমিটি গঠন আরও দু দিন পিছিয়ে দেওয়া হয়েছে।



@endif