Shaktikanta Das Reappointed As RBI Governor : মেয়াদ বাড়ল, আরও ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে শক্তিকান্ত দাস

আরও তিন বছরের জন্য মেয়াদ বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das)। গতকাল কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের মন্ত্রিসভার নিয়োগ কমিটি শক্তিকান্ত দাসের মেয়াদ চলতি বছরের ১০ ডিসেম্বরের পরে তিন বছরের জন্য বা পরবর্তী নির্দশ না আসা পর্যন্ত বাড়িয়েছে।

RBI Governor Shaktikanta Das (Photo Credits: IANS/File)

নতুন দিল্লি, ২৯ অক্টোবর: আরও তিন বছরের জন্য মেয়াদ বাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর শক্তিকান্ত দাসের (Shaktikanta Das)। গতকাল কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রের মন্ত্রিসভার নিয়োগ কমিটি শক্তিকান্ত দাসের মেয়াদ চলতি বছরের ১০ ডিসেম্বরের পরে তিন বছরের জন্য বা পরবর্তী নির্দশ না আসা পর্যন্ত বাড়িয়েছে।

আরবিআই-র (RBI) গভর্নর পদে বসার আগে শক্তিকান্ত দাস অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব ছিলেন। ২০১৮ সালের ১১ ডিসেম্বর তিনি রিজার্ভ ব্যাঙ্কের প্রধান হিসাবে নিযুক্ত হন। এছাড়াও, তিনি বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি), নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এনডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কেও (এআইআইবি) কাজ করেছেন। আরও পড়ুন: COVID-19: ডেল্টার পর করোনার নয়া প্রজাতি A.Y.4.2-এর থাবা ৪২টি দেশে, আতঙ্ক ভারতেও

আটটি কেন্দ্রীয় সাধারণ বাজেটের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শক্তিকান্ত দাস। ভুবনেশ্বরের জেমোস্ট্রেশন মাল্টি পারপাস স্কুল থেকে তিনি বিএ পাশ করেন। পরে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতোকোত্তর পাশ করেন। ২০২১ সালে ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.লিট পান।