Emergency Aid For Gaza : গাজায় ৩২ টন উপকরন নিয়ে মিশরে রওনা দিল ভারতীয় বায়ুসেনার বিমান

এই প্রথম নয়, এর আগে ৩৮ টন উপকরন গাজার উদ্দেশ্যে পাঠিয়েছিল ভারত

Photo ANI

ইজরায়েল গাজার যুদ্ধে ভারতের পক্ষ থেকে পাঠানো হল সহায়তা। ৩২ টন জরুরী উপকরন নিয়ে মিশরের আল আরিশ বিমানবন্দরে রওনা দিল ভারতীয় বায়ুসেনার বিমান।

নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে বিষয়টির ব্যাপারে জানিয়েছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই প্রথম নয় এর আগে ৩৮ টন সামগ্রী গাজায় পাঠিয়েছিল ভারত।সামগ্রীগুলির মধ্যে রয়েছে জল, ব্যাথানিরোধক ওযুধ বিপর্যয় মোকাবিলার উপকরন, স্লিপিং ব্যাগ, স্যানিটারি উপকরন, ত্রিপল, জল পরিশোধনের ট্যাবলেট প্রভৃতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া বেড়ে চলা সমস্যা নিয়ে শুক্রবার গ্লোবাল সাউথ সামিটে আশঙ্কা প্রকাশ করেন। ইজরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধে সাধারণ মানুষের প্রাণ যাওয়ার ক্ষেত্রে নিন্দা জানান তিনি।প্যালেস্তাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছড়া প্যালেস্তাইনে সহায়তা পাঠানোর কথাও জানান তিনি।

৭ অক্টোবর হামাসের পক্ষ থেকে অতর্কিতে হামলা করা হয় ইজরায়েলে।যার জেরে প্রাণ হারান ১৪০০ ইজরায়েলি নাগরিক। ২০০ নাগরিককে পণবন্দি হিসেবে নিয়ে যাওয়া হয় গাজায়। পাল্টা ইজরায়েলের আক্রমনের জেরে এখনও পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ১২ হাজার মানুষ। সেই সংখ্যাটি ক্রমশই বেড়ে চলেছে। যা আশে পাশের দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। এই অস্থিরতা শেষ পর্যন্ত বড়সড় যুদ্ধের রুপ নিলে তা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।