Ayodhya Temple Trust: খোয়া যাওয়া ৬ লাখ টাকা ফেরত পেল অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট
গত সপ্তাহে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Ayodhya Temple Trust) অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৬ লখ টাকা তুলে নেওয়া হয়েছিল। মঙ্গলবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সেই টাকা ফিরিয়ে দিল। গত চারমাসে এই নিয়ে দ্বিতীয়বার সাইবার হামলার মুখে পড়ল অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট। এই প্রসঙ্গে রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই বলেছেন, জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন তিনি।
অযোধ্যা, ১৫ সেপ্টেম্বর: গত সপ্তাহে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Ayodhya Temple Trust) অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৬ লখ টাকা তুলে নেওয়া হয়েছিল। মঙ্গলবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সেই টাকা ফিরিয়ে দিল। গত চারমাসে এই নিয়ে দ্বিতীয়বার সাইবার হামলার মুখে পড়ল অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট। এই প্রসঙ্গে রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই বলেছেন, জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। সেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন তিনি। এই প্রসঙ্গে অযোধ্যার এসবিআই শাখার ম্যানেজার প্রিয়াংশু শর্মা বলেছেন, “প্রতারকরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্লোনড চেক জমা করেছে। মন্দির ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিফান্ড করে দিয়েছি। এবার পিএনবি থেকে টাকা উদ্ধার করব।” আরও পড়ুন-Free Haircut: করোনাকালে অভিনব উদ্যোগ, ১৪ বছরের কম বয়সীদের বিনামূল্যে চুল কাটছেন এই নাপিত
জানা গিয়েছে, খোয়া যাওয়া ৬ লাখ টাকা ফেরত পাওয়ার খবরটি জানিয়েছেন রাম মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। ট্রাস্টিদের সই জাল করা দুটি ক্লোনড চেকের মাধ্যমে ওই ৬ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হয়। গত সপ্তাহে লখনউয়ের এসবিআই ক্লিয়ারিং হাউসে যাচাইয়ের সময়ই বোঝা যায় তৃতীয় চেকটি ভুয়ো। তবে ততক্ষণে প্রথম দুই চেক জমা পড়ার পরে ১০ দিন কেটে গিয়েছে। তাই সঙ্গে সঙ্গে জালিয়াতদের পাকড়াও সম্ভব হয়নি। রাম মন্দিরের ট্রাস্টের অ্যাকাউন্ট থকে এভাবে টাকা উধাও হতে পারে ভাবতেই পারছে না কর্তৃপক্ষের একাংশ।