Omar Abdullah’s Sister Sara Abdullah Pilot Challenges His Detention Under PSA In Supreme Court: ৬ মাস ধরে আটক, দাদা ওমর আবদুল্লার মুক্তির দাবিতে এবার সুপ্রিম কোর্টে বোন সারা

গত ৫ আগস্ট থেকে জম্মু ও কাশ্মীর সরকারের হাতে বন্দি রয়েছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব থেকে শুরু করে ৩৭০ ও ৩৫-এর এ ধারা বিলোপের আগেভাগেই তাঁকে সতর্কতামূলক আটক করে উপত্যকার পুলিশ প্রশাসন। সম্প্রতি তাঁকে নতুনভাবে আটকের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বোন সারা আবদুল্লা পাইলট। বার বার কেন তাঁর দাদাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুক্তির দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন সারা। তিনি বলেছেন, “আটক হওয়ার আগে আমার ভাই যে বিবৃতি দিয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় মেসেজ পোস্ট করেছেন, তাতে বার বার শান্তি ও সহযোগিতার কথা বলা হয়েছে। এর ফলে জন নিরাপত্তার ক্ষতি হওয়া সম্ভব নয়।”

সারা আবদুল্লা ও ওমর আবদুল্লা (Photo Credits: Facebook)

শ্রীনগর, ১০ ফেব্রুয়ারি: গত ৫ আগস্ট থেকে জম্মু ও কাশ্মীর সরকারের হাতে বন্দি রয়েছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব থেকে শুরু করে ৩৭০ ও ৩৫-এর এ ধারা বিলোপের আগেভাগেই তাঁকে সতর্কতামূলক আটক করে উপত্যকার পুলিশ প্রশাসন। সম্প্রতি তাঁকে নতুনভাবে আটকের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বোন সারা আবদুল্লা পাইলট। বার বার কেন তাঁর দাদাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুক্তির দাবি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন সারা। তিনি বলেছেন, “আটক হওয়ার আগে আমার ভাই যে বিবৃতি দিয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় মেসেজ পোস্ট করেছেন, তাতে বার বার শান্তি ও সহযোগিতার কথা বলা হয়েছে। এর ফলে জন নিরাপত্তার ক্ষতি হওয়া সম্ভব নয়।”

গত ৬ মাস ধরে আটক রয়েছেন ওমর আবদুল্লা। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে জন নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সারার বক্তব্য, গত সাত মাসে আরও অনেক রাজনীতিকের বিরুদ্ধে নির্বিচারে মামলা করা হয়েছে। সরকারের বক্তব্য, যারা তার পলিসির বিরোধিতা করে, তারা দেশদ্রোহী। এই মনোভাব গণতন্ত্রের বিরোধী। সরকার সংবিধান মানছে না। আরও পড়ুন-K Natwar Singh: ‘ভারত ভাগ হয়ে ভালোই হয়েছে, নাহলে মুসলিম লিগ দেশটাকে চালাতে দিত না’, বিতর্কিত মন্তব্য নটবর সিংয়ের

সারার অভিযোগ, ওমর আবদুল্লার সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। তাঁর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে প্রত্যেক বিরোধীকে চুপ করিয়ে দেওয়া যায়। ঠিক কী অভিযোগে তাঁকে আটক করা হচ্ছে, তা আমার ভাইকে জানানো হয়নি। অভিযোগ সংক্রান্ত কোনও নথিপত্রও দেওয়া হয়নি