Sanatan Dharma Remark Row: 'নফরত কা সামান বিক্রি করছেন, রাহুল গান্ধী কি ঘুমোচ্ছেন?' সনাতন ধর্ম মন্তব্য বিতর্কে কটাক্ষ অনুরাগের
অনুরাগ ঠাকুর বলেন, "রাহুল গান্ধীর এই 'নফরত কী দুকান'-এ 'ঘামান্ডিয়া' জোটের সদস্যরা 'নফরত কা সামান' বিক্রি করছেন।'' তাঁরা 'সনাতন ধর্ম'কে অবমাননা করছেন বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরই রাহুল গান্ধী কি ঘুমাচ্ছেন বলে প্রশ্ন তোলেন অনুরাগ।
দিল্লি, ৭ সেপ্টেম্বর: উদয়ানিধি স্ট্যালিন থেকে শুরু করে এ রাজা সনাতন ধর্ম নিয়ে ডিএমকের দুই নেতার মন্তব্য ঘিরে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সনাতন ধর্ম মন্তব্য নিয়ে যখন দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে, সেই সময় মুখ্ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ বলেন, "রাহুল গান্ধীর এই 'নফরত কী দুকান'-এ 'ঘামান্ডিয়া' জোটের সদস্যরা 'নফরত কা সামান' বিক্রি করছেন।'' তাঁরা 'সনাতন ধর্ম'কে অবমাননা করছেন বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরই রাহুল গান্ধী কি ঘুমাচ্ছেন বলে প্রশ্ন তোলেন অনুরাগ। তিনি বলেন, রাহুল গান্ধী জেগে উঠুন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা কি আইন ও সংবিধানের লঙ্ঘন নয়? এটা কি ঘৃণা চড়ানো নয়? সেই সঙ্গে সনাতন ধর্মের অপমান দেশের মানুষ সহ্য করবেন না বলেও সুর চড়ান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
এক জনসভায় ডিএমকে নেতা এ রাজা এক জনসভায় বলেন, ''সনাতন ধর্মকে এইচআইভি এবং কুষ্ঠের মতো সামাজিক কলঙ্কযুক্ত রোগের সাথে তুলনা করা উচিত।'' রাজা আরও বলেছিলেন, "সনাতন ধর্মের প্রতি উদয়ানিধির মত নরম ছিল।"
ডিএমকে সাংসদ এ রাজা আরও বলেন, "সনাতন এবং বিশ্বকর্মা যোজনা পৃথক নয়, একই। উদয়ানিধি স্ট্যালিন তুলনা করেন নরমভাবে। সেই কারণে সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিন দাবি করেন যে ম্যালেরিয়া এবং ডেঙ্গির মত তাকে নির্মূল করা উচিত। কিন্তু এই রোগগুলির কোনও সামাজিক কলঙ্ক নেই। যা কুষ্ঠ এবং এইচআইভির ক্ষেত্রে রয়েছে।"