IPL Auction 2025 Live

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত নিয়েছে শান্তি প্রতিস্থাপনের রাস্তা, বললেন বিদেশমন্ত্রী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে কীভাবে ভারতীয় পড়ুয়াদের ফেরানো যায়, সে বিষয়ে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলেন মোদী।

Jaishankar (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৬ এপ্রিল:  রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব চজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কার্যত দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে বিশ্বের তাবড় দেশগুলি। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ভারত নিয়েছে শান্তির পথ। বুধবার লোকসভায় এমনই মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন,  রাশিয়া বা ইউক্রেনর সঙ্গে নয়, ভারত সব সময় শান্তির পথ ধরে চলতে চায়। দুই দেশ যাতে আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে নিতে পারে, দিল্লি সব সময় সেই চেষ্টাই করছে বলে জানান জয়শঙ্কর। এমনকী, রাশিয়া এবং ইউক্রেনের ২ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। আলোচনার মাধ্যমে যাতে সমস্যার সমাধান করা যায়, ভারত সেদিকে তাকিয়ে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী ( Jaishankar )।

প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে কীভাবে ভারতীয় (Indian Student) পড়ুয়াদের ফেরানো যায়, সে বিষয়ে পুতিন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলেন মোদী (Narendra Modi)।

আরও পড়ুন: Karnataka Hijab Row: কর্ণাটকের হিজাব বিতর্কে আল কায়দার ভিডিয়ো, মুসকানের প্রশংসায় জোয়াহিরি

এরপরই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের পড়ুয়াদের ফেরানো হয় দিল্লির উদ্যোগে। 'অপারেশন গঙ্গার' মাধ্যমে ইউক্রেন থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের ফেরায় বিদেশ মন্ত্রক।