Adhir Ranjan Chowdhury: 'দেবিন্দর সিং না হয়ে দেবিন্দর খান হলে কী হত?' কাশ্মীরের DSP-কে নিয়ে বিতর্কিত টুইট অধীর চৌধুরীর
কাশ্মীরে ২ হিজবুল জঙ্গির সঙ্গে ডিএসপি দেবিন্দর সিংয়ের (DSP Davinder Singh) গ্রেফতার নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) টুইটে তোলপাড় রাজনৈতিক মহল। কংগ্রেস সাংসদের প্রশ্ন পুলওয়ামা জঙ্গি হামলার (Pulwama attack) সঙ্গেও কি দেবিন্দরের মতো কেউ জড়িয়ে ছিল? এনিয়ে পাল্টা তোপ দেগেছে বিজেপিও। সন্ত্রাসবাদীদের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশের DSP দেবিন্দর সিং। গ্যালান্ট্রি মেডেল প্রাপ্ত পুলিশকর্তাকে নিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। এমন সময়েই দেবিন্দর নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। সকাল থেকে পরপর টুইটে অধীরের আক্রমণ, "দেবিন্দর সিং না হলে যদি দেবিন্দার খান হত? এতক্ষণে ঝাঁপিয়ে পড়ত RSS এর ট্রোল বাহিনী। দেশের শত্রুদের বর্ণ, ধর্ম দেখা উচিত নয়।" পাশপাশি পুলওয়ামার ঘটনাতেও ওই পুলিশকর্তা 'জড়িত' বলে টুইটে অভিযোগ করেন অধীর চৌধুরী।
নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: কাশ্মীরে ২ হিজবুল জঙ্গির সঙ্গে ডিএসপি দেবিন্দর সিংয়ের (DSP Davinder Singh) গ্রেফতার নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) টুইটে তোলপাড় রাজনৈতিক মহল। কংগ্রেস সাংসদের প্রশ্ন পুলওয়ামা জঙ্গি হামলার (Pulwama attack) সঙ্গেও কি দেবিন্দরের মতো কেউ জড়িয়ে ছিল? এনিয়ে পাল্টা তোপ দেগেছে বিজেপিও। সন্ত্রাসবাদীদের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশের DSP দেবিন্দর সিং। গ্যালান্ট্রি মেডেল প্রাপ্ত পুলিশকর্তাকে নিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। এমন সময়েই দেবিন্দর নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। সকাল থেকে পরপর টুইটে অধীরের আক্রমণ, "দেবিন্দর সিং না হলে যদি দেবিন্দার খান হত? এতক্ষণে ঝাঁপিয়ে পড়ত RSS এর ট্রোল বাহিনী। দেশের শত্রুদের বর্ণ, ধর্ম দেখা উচিত নয়।" পাশপাশি পুলওয়ামার ঘটনাতেও ওই পুলিশকর্তা 'জড়িত' বলে টুইটে অভিযোগ করেন অধীর চৌধুরী।
এদিকে, অধীরের টুইটের প্রতিক্রিয়ায় পালটা অভিযোগ করেছে BJP। বিজেপির পক্ষে সম্বিত পাত্র বলেন, "সন্ত্রাসের সঙ্গে ধর্ম জুড়ে দিয়ে রাজনীতি করছে কংগ্রেস। পাকিস্তানের পক্ষে কথা বলছেন।" "অন্যায় কী বলেছি?" পাল্টা জবাব অধীরের। প্রাক্তন সেনাপ্রধান ও বিজেপি সাংসদ ভি কে সিং (VK Singh) বলেন, "অধীর রঞ্জন যদি অধীর খান হতেন, তবে তাঁর বক্তব্য কি আরও গুরুত্ব সহকারে নেওয়া হত? আমরা কি এতটা নীচে নেমে এসেছি? কীভাবে আমরা এটিকে সাম্প্রদায়িক রং দিতে পারি?" ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়ে ভি কে সিং বলেন, "পুলওয়ামার আসল অপরাধী? অধীর চৌধুরির সন্দেহ কাকে? দোষী কারা? তারা ভারতীয় বা অন্য কোনও সম্প্রদায়? আমার মনে হয় তাঁর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত।" বিজেপি সাংসদের যোগ, "আমি চাই যে অধীর চৌধুরী যদি ইউনিফর্ম পরে সেনা ও কাশ্মীরে চাকরি করতেন, তবে তিনি কিছু শিখতেন।" আরও পড়ুন: Nirbhaya Convicts Hanging: ফাঁসি সময়ের অপেক্ষা, নির্ভয়াকাণ্ডে দুই আসামির কিউরেটিভ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের
ভি কে সিং বলেন, দেবিন্দর সিং-র সঙ্গে জঙ্গিযোগের অভিযোগের তদন্ত হবে। অনেক লোক ফাঁদে পড়েছে। দেবিন্দর সিংকে অবিচ্ছিন্ন জিজ্ঞাসাবাদ করা হবে। অনেক কিছু বিষয় বেরিয়ে আসবে।" তিনি আরও যোগ করেন, "আসুন আমরা জম্মু ও কাশ্মীর পুলিশের ওপরে বিশ্বাস রাখি। তারা যা করেছে তা সম্প্রদায়, বর্ণ, রং না দেখেই করেছে।"