Lalu Prasad Yadav: 'ভাঙছে' মহাগাটবন্ধন, জিতান মাঝির ছেলেকে বিহারের উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব লালুর; সূত্র
ইন্ডিয়া জোট থেকে নীতিশের সরে যাওয়া বর্তমানে সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমতাবস্থায় বিহারে মহাগাটবন্ধনের রাজনৈতিক ভবিষ্যত কী, তা নিয়ে চিন্তায় লালু প্রসাদ (Lalu Prasad Yadav) ।
পাটনা , ২৬ জানুয়ারি: আরজেডির (RJD) সঙ্গে জেডিইউয়ের (JDU) রাজনৈতিক চাপানউতোর শুরু হওয়ায় নীতিশ (Nitish Kumar) যে বিজেপি (BJP) বিরোধী ইন্ডিয়া জোট থেকে সরছেন, তা কার্যত স্পষ্ট। ইন্ডিয়া জোট থেকে নীতিশের সরে যাওয়া বর্তমানে সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমতাবস্থায় বিহারে মহাগাটবন্ধনের রাজনৈতিক ভবিষ্যত কী, তা নিয়ে চিন্তায় লালু প্রসাদ (Lalu Prasad Yadav) । সূত্রের খবর, হ্যাম নেতা জিতান রাম মাঝি যদি মহাগাটবন্ধনে যোগ দেন, তাহলে তাঁর পুত্র সন্তোষ মাঝিকে উপমুখ্যমন্ত্রী করা হবে। এবার লালু প্রসাদের তরফে এমনই বার্তা জিতান মাঝিকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Nitish Kumar: আগামী ২৮-এ এনডিএ-জোটের মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিতে পারেন নীতিশ, সূত্র
সন্তোষ মাঝিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি এই ধরনের কোনও প্রস্তাবের কথা শোনেননি। তাঁরা এনডিএ-র সঙ্গে রয়েছেন। এই ধরনের প্রস্তাব অনেক আসবে যাবে বলে মন্তব্য করেন সন্তোষ মাঝি।