RG Kar Hospital: ধর্ষণ, খুনের আগে 'যৌনপল্লীতে যাতায়াত', মহিলাকে 'হেনস্থা', বান্ধবীকে 'নগ্ন' হতে বলে Sanjay Roy, চমকে দেওয়া রিপোর্ট
চেতলা থেকে সোজা আরজি কর হাসপাতালের করিডরে পৌঁছে যায় সঞ্জয়। অভিযুক্ত যখন আরজি করে পৌঁছয়, সেই সময় ভোর ৪.০৩।
কলকাতা, ২৬ অগাস্ট: রবিবার পলিগ্রাফ টেস্ট হয় কলকাতা চিকিৎসক খুনে (Kolkata Doctor Death)মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy)। রবিবার সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টস্ট হয়, সেখানে নিজের অপরাধ ওই সিভিক ভলান্টিয়ার স্বীকার করে নিয়েছে বলে খবর। পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের দাবি, চিকিৎসককে ধর্ষণ এবং খুনের আগে সে যৌনপল্লীতে যায় এক বন্ধুকে সঙ্গে নিয়ে। তবে যৌনপল্লীতে গিয়ে ওইদিন সে কারও সঙ্গে যৌনতায় লিপ্ত হয়নি বলেও সিবিআই আধিকারিকদের জানায় সঞ্জয়।
এসবের পাশাপাশি ৯ অগাস্ট সঞ্জয় আরও এক মহিলাকে রাস্তায় হেনস্থা করে বলে দাবি করে। শুধু তাই নয়, সঞ্জয় ওইদিন বান্ধবীকে ভিডিয়ো কল করে এবং সেখানে নগ্ন হওয়ার জন্য তাঁকে চাপ দিতে শুরু করে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি। রবিবারের পলিগ্রাফ টেস্টে সঞ্জয় সম্পর্কে এমনই একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করেছে।
আরও পড়ুন: RG Kar Hospital: 'সঞ্জয় অত্যন্ত হিংস্র, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হিঁচড়ে নিয়ে যায়', বললেন শাশুড়ি
পলিগ্রাফ টস্ট অনুযায়ী, ৯ অগাস্ট সঞ্জয় তার বন্ধুর সঙ্গে মদ্যপান করে এক যৌনপল্লীতে যায়। এরপর সেখান থেকে ফিরে দক্ষিণ কলকাতায় চেতলায় যায়। সেখানেও এক যৌনপল্লীতে সঞ্জয় সেদিন ঘুরে বেড়ায় বলে পলিগ্রাফ টেস্টে স্বীকার করে। চেতলায় যাওয়ার পথে রাস্তার উপর সেদিন সঞ্জয় এক মহিলাকে হেনস্থা করে বলেও জানায়।
এরপর চেতলা থেকে সোজা আরজি কর (RG Kar Hospital) হাসপাতালের করিডরে পৌঁছে যায় সঞ্জয়। অভিযুক্ত যখন আরজি করে পৌঁছয়, সেই সময় ভোর ৪.০৩। এরপরই সে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে গিয়ে ঘুমন্ত চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালিয়ে তাঁকে খুন করে।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, চিকিৎসকের উপর অত্যাচার চালিয়ে সঞ্জয় তার বন্ধু অনুপম দত্তের বাড়িতে যায়।