RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে 'অপরাধের জায়গা' নিয়ে Supreme Court-এ কী জানাল CBI
আরজি করের ঘটনায় সবকিছুর ভিডিয়োগ্রাফি করা হয়েছে। কোনও কিছুর বদল হয়নি। এসবের পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রায়ের মেডিকেল পরীক্ষা করা হয়েছে কি না, তাও জানতে চাওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।
দিল্লি, ২২ অগাস্ট: আরজি কর-কাণ্ডে (RG Kar Hospital) অপরাধের জায়গা পরিবর্তিত হয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) রিপোর্ট জমা দিতে গিয়ে এমনই জানাল সিবিআই (CBI)। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) যখন ষষ্ঠ দিনের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সময় দেশের প্রাধন বিচারপতির কাছে একটি মুখবন্ধ খামে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার স্টেটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের ঘটনায় ৫ দিন পর সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। তখন সবটাই পালটে গিয়েছে বলে দাবি করা হয় বলে জানানো হয় কেন্দ্রের সলিসিটর জেনারেলের তরফে। ফলে সিবিআইকে তদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ করা হয় কেন্দ্রের তরফে।
যার প্রেক্ষিতে পালটা জানায় রাজ্য। আরজি করের ঘটনায় সবকিছুর ভিডিয়োগ্রাফি করা হয়েছে। কোনও কিছুর বদল হয়নি বলে জানানো হয় রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বলের তরফে। এসবের পাশাপাশি অভিযুক্ত সঞ্জয় রায়ের মেডিকেল পরীক্ষা করা হয়েছে কি না, তাও জানতে চাওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।
আরও পড়ুন: RG Kar Hospital: শ্রীলেখা মিত্রকে কুৎসিত আক্রমণ, আইনি পদক্ষেপের কথা জানালেন অভিনত্রী
সেই সঙ্গে চিকিৎসকরা যাতে নিজেদের কাজে ফেরেন, সেই কথা জানানো হয় সুপ্রিম কোরটের তরফে।