Cyclone Biparjoy: প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে নিরাপদে চলাফেরা করতে গোটা গ্রাম দড়ি দিয়ে বেঁধেছেন জামনগরের বাসিন্দারা, অভিনব ভিডিয়ো
ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি কম হয় তার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে গুজরাটের জামনগরের রসুলনগর গ্রামে দেখা গেল অভিনব এক চিত্র।
জামনগর: ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি কম হয় তার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে গুজরাটের (Gujarat) জামনগরের (Jamnagar) রসুলনগর গ্রামে (Rasulnagar village) দেখা গেল অভিনব এক চিত্র।
সেখানকার বাসিন্দারা প্রবল ঝড় ও বৃষ্টির (strong winds and heavy rainfall) সময় নিরাপদে যাতে চলাফেরা (movement) করতে পারেন তার জন্য গোটা গ্রাম ঘিরে দড়ি (ropes) বেঁধে রেখেছেন। যার ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার পেজে দেখে অবাক হয়েছেন অনেক নেটিজেনই। আরও পড়ুন: Cyclone Biparjoy: আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাট থেকে সরানো হল ৫০ হাজার মানুষকে
দেখুন ভিডিয়ো: