Indian Navy Deploys INS Sumitra: আরব সাগরে অপহৃত জাহাজ উদ্ধারে রণতরী মোতায়েন ভারতের

সূত্রের খবর ইরানের জাহাজ এম ভি ইমানকে আরব সাগরে অপহরণ করে জলদস্যুরা। ওই জাহাজে প্রায় ১৭ জন রয়েছেন বলে খবর মেলে। ভারতীয় নৌবাহিনীর কাছে এমন খবর আসতেই ইরানের জাহাজ উদ্ধারে আইএনএস সুমিত্রাকে মোতায়েন করা হয়।

INS Sumitra (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২৯ জানুয়ারি: সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহৃত মৎস্যজীবীদের উদ্ধার করতে তৎপর ভারতীয় নৌবাহিনী। সোমালি জসদ্যুদের হাতে অপহৃত হওয়া মৎস্যজীবীদের উদ্ধারে আইএনএস সুমিত্রাকে (INS Sumitra) আরব সাগরে (Arabian Sea) মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। কোচি থেকে ৭০০ নটটিক্যাল মাইল দূরে আরব সাগরের মাঝ থেকে ইরানের জাহাজ অপহরণ করে জলদস্যুরা। ইরানের জাহাজে থাকা মৎস্যজীবীদের উদ্ধার করতেই আইএনএস সুমিত্রাকে পাহারায় মোতায়েন করে ভারতীয় নৌসেনা। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে সোমবার এমনই খবর মিলছে।

সূত্রের খবর ইরানের (Iran) জাহাজ এম ভি ইমানকে আরব সাগরে অপহরণ করে জলদস্যুরা। ওই জাহাজে প্রায় ১৭ জন রয়েছেন বলে খবর মেলে। ভারতীয় নৌবাহিনীর কাছে এমন খবর আসতেই ইরানের জাহাজ উদ্ধারে আইএনএস সুমিত্রাকে মোতায়েন করা হয়।

আরও পড়ুন: Indian Navy Sends INS Chennai To Help Hijacked Ship: অপহৃত জাহাজ থেকে ভারতীয়দের উদ্ধারে রণতরী পাঠাল দিল্লি, এগোচ্ছে INS চেন্নাই

ইরানের ওই জাহাজকে অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার নজরদারিতে মোতায়েন করা হয় ড্রোন। পাশাপাশি আরব সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাড়ে নজরদারি।