Reliance Industries Cross $200 Billion Market Cap: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকুটে নতুন পালক, সংস্থার বাজারমূল্য ছাড়াল ২০০ বিলিয়ন ডলার

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-র (Reliance Industries Ltd) মুকুটে নতুন পালক। এই সংস্থার বাজারমূল্য (Market Cap) ছাড়িয়েছে ২০০ বিলিয়ন ডলার। প্রমথ কোনও ভারতীয় সংস্থা হিসেব এই সাফল্য তাদের। গতকাল বিকেলেই রিলায়ন্সের বাজামূল্য হয় ২০১ বিলিয়ন ডলার। ২০২০ সালে, রিলায়েন্স ৭০ বিলিয়ন ডলারেরও বেশি বাজারমূল্য বাড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা টিসিএস (TCS) ১০ বিলিয়ন ডলারের কম বৃদ্ধি করেছে।

মুকেশ আম্বানি (Photo: Twitter)

মুম্বই, ১০ সেপ্টেম্বর: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-র (Reliance Industries Ltd) মুকুটে নতুন পালক। এই সংস্থার বাজারমূল্য (Market Cap) ছাড়িয়েছে ২০০ বিলিয়ন ডলার। প্রমথ কোনও ভারতীয় সংস্থা হিসেব এই সাফল্য তাদের। গতকাল বিকেলেই রিলায়ন্সের বাজামূল্য হয় ২০১ বিলিয়ন ডলার। ২০২০ সালে, রিলায়েন্স ৭০ বিলিয়ন ডলারেরও বেশি বাজারমূল্য বাড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা টিসিএস (TCS) ১০ বিলিয়ন ডলারের কম বৃদ্ধি করেছে।

আজ বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (RIL) শেয়ারের দাম ৮ শতাংশ বেড়ে সর্বোচ্চ ২,৩৩৩.৯০ টাকায় পৌঁছেছে। সেপ্টেম্বরের ৯ তারিখের অবধি, কম্পানিটির শেয়ার ৪৪ শতাংশ বৃদ্ধি ছাড়িয়েছে। বাজার মূলধনের ক্ষেত্রে (এম-ক্যাপ) আরআইএল ভারতের বৃহত্তম সংস্থা। আরও পড়ুন: KKR May Invest In Reliance Retail: রিলায়েন্স রিটেলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে কেকেআর

এই খবরটি এমন এক সময় এল যখন ব্লুমবার্গের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রিলায়েন্স তার খুচরা ব্যবসার ৪০ শতাংশ শেয়ার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে বিক্রি করতে চাইছে। তবে এটি প্রথমবার নয় যখন অ্যামাজনকে রিলায়েন্স রিটেলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে দেখা গেছে। গতকালই, মার্কিন সিলভার লেকের অংশীদাররা রিলায়েন্স রিটেলে আরও ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।