Union Budget 2020-21: আয়কর পদ্ধতির রদবদল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস, কর্মসংস্থান__ কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণের কাছে দেশের জনতার দাবি শুনল শেয়ারচ্যাট

শিয়রে আর্থিক মন্দা, বাজারের চাকরির আকাল, চলছে ছাঁটাই পর্ব। ব্যাংক ধর্মঘটে মুখ পুড়েছে কেন্দ্রের। এহেন কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আর সংসদের বাজেট অধিবেশন শুরু হল আজ শুক্রবার। রাত পোহালেই ২০২০-২০২১ কেন্দ্রীয় সাধারণ বাজেট, পেশ করবেন অর্থমন্ত্রী। গোটা দেশ এখন অক্লান্ত প্রতিক্ষায় রয়েছে তাঁর লাল বহিখাতা ঠিক কতটা আশার আলো জাগায়। কেনাবেচার হিসেব কষে দেশের মন্দা কাটাতে কী উপায় বাতলে দেবেন অর্থমন্ত্রী। কোন জাদুবলে কমবে নিত্যপ্রয়োজনীয় দব্যের মূল্যবৃদ্ধি। এই মুহূতে বাজেট নিয়ে গোটা দেশ কীভাছে তা জানতেই সমীক্ষা করল শেয়ারচ্যাট।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Photo Credit: PTI)

নতুন দিল্লি, ৩১ জানুয়ারি: শিয়রে আর্থিক মন্দা, বাজারের চাকরির আকাল, চলছে ছাঁটাই পর্ব। ব্যাংক ধর্মঘটে মুখ পুড়েছে কেন্দ্রের। এহেন কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আর সংসদের বাজেট অধিবেশন শুরু হল আজ শুক্রবার। রাত পোহালেই ২০২০-২০২১ কেন্দ্রীয় সাধারণ বাজেট, পেশ করবেন অর্থমন্ত্রী। গোটা দেশ এখন অক্লান্ত প্রতিক্ষায় রয়েছে তাঁর লাল বহিখাতা ঠিক কতটা আশার আলো জাগায়। কেনাবেচার হিসেব কষে দেশের মন্দা কাটাতে কী উপায় বাতলে দেবেন অর্থমন্ত্রী। কোন জাদুবলে কমবে নিত্যপ্রয়োজনীয় দব্যের মূল্যবৃদ্ধি। এই মুহূতে বাজেট নিয়ে গোটা দেশ কীভাছে তা জানতেই সমীক্ষা করল শেয়ারচ্যাট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই হল এই সার্ভে। ৬০ মিলিয়ন ইউজার সার্ভেতে অংশ নিলেন। তিনটি মূল মন্ত্রেই আচকে রইল সার্ভের ফলাফল, মূল্যবৃদ্ধি কমাতে হবে, আয়কর পদ্ধতির রদবদল প্রয়োজন ও কর্মসংস্থান বৃদ্ধি।

ছটি ভাষায় অনলাইনে সার্ভে চালিয়েছে সংস্থা শেয়ার চ্যাট। প্রায় সকলেরই দাবি, আয়কর পদ্ধতির রদবদল ঘটান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাকিদের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর্মসংস্থানের দিশা দেখাক। তাহলেই দেশের বেকারত্ম কমবে, অর্থনীতিও ভদ্রস্থ জায়গায় আসবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রবের মূল্যবৃদ্ধি হ্রাস করতে হবে। একই সঙ্গে মানুষ চাইছে জিএসটি-র বোঝা কমিয়ে অর্থমন্ত্রক কৃষির উন্নতিতে নজর দিক। মহিলাদের নিরাপত্তা খাতে অর্থ বরাদ্দ করা হোক। চলতি মাসের ২৮ তারিখ সকাল দশটা থেকে ৩০ তারিখ সকাল দশটা পর্যন্ত নেটিজেনরা কেন্দ্রীয় বাজেট নিয়ে এই মতামত জানিয়েছেন। এই তথ্য সংগ্রহের নিরিখে দুদিনে অন্তত ৮০ হাজার হোয়াটসঅ্যাপ মেসেজের আদানপ্রদান হয়েছে। আরও পড়ুন-Jammu and Kashmir: কাকভোরে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে গুলির লড়াই, খতম ৩ জঙ্গি

এদিকে বাজেট অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমি আশা করি সংসদের দুই কক্ষে অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমাদের দেশ কীভাবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির সুবিধা নিতে পারে, তা আমরা খতিয়ে দেখব।