Reasi Terror Attack: তীর্থযাত্রীদের বাসে হামলা, রিয়াসিতে জঙ্গিরা গুলি চালিয়ে হত্যা করল ২ বছরের শিশুকেও
রিয়াসির হামলায় ২ বছরের ওই শিশুর সঙ্গে তার পরিবারের আরও ৪ সদস্যের মৃত্যু হয়। বৈষ্ণোদেবী থেকে শিব খোরিতে যাওয়ার সময় জঙ্গিরা তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
দিল্লি, ১১ জুন: রবিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের রিয়াসিতে (Reasi) জঙ্গি হামলার জেরে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়। যে খবর প্রকাশ্যে আসতেই শিউরে উঠতে শুরু করে গোটা দেশের মানুষ। রিয়াসির হামলায় ২ বছরের ওই শিশুর সঙ্গে তার পরিবারের আরও ৪ সদস্যের মৃত্যু হয়। বৈষ্ণোদেবী থেকে শিব খোরিতে যাওয়ার সময় জঙ্গিরা তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। যার জেরে বাস চালকের মৃত্যু হয়। চলাকের মৃত্যু হলে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যার জেরে পরপর একের পর এক নীরিহ প্রাণ ঝরে পড়ে। আহত হন আরও ৩০ জন।
শিব খোরিতে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বাসে হামলার ঘটনায় জড়িত ২ পাকিস্তানি জঙ্গি। সম্প্রতি বায়ুসেনার গাড়িতে যে হামলা চলে, তাও ওই ২ জঙ্গি দ্বারাই। এবারও তারাই মোদীর শপথগ্রহণের দিন তীর্থযাত্রীদের বাসে হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে।