Ram Temple: রাম মন্দির নির্মাণকাজ শুরুর আগেই ৪১ কোটি টাকা অনুদান পেল ট্রাস্ট
রাম মন্দির (Ram Temple) নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই এখনও পর্যন্ত ৪১ কোটি টাকা অনুদান পেল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ( Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust)। গতকাল অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস হয়েছে। ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, বাবা রামদেব সহ অন্য ধর্মীয় নেতারা। তাঁরাও অনেকে অনুদান দেন। যদিও ওই ৪১ কোটির মধ্যে গতকালের অনুদানের অর্থ যোগ নেই।
অযোধ্যা, ৬ অগাস্ট: রাম মন্দির (Ram Temple) নির্মাণের কাজ শুরু হওয়ার আগেই এখনও পর্যন্ত ৪১ কোটি টাকা অনুদান পেল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ( Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust)। গতকাল অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো ও শিলান্যাস হয়েছে। ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন ভাগবত, বাবা রামদেব সহ অন্য ধর্মীয় নেতারা। তাঁরাও অনেকে অনুদান দেন। যদিও ওই ৪১ কোটির মধ্যে গতকালের অনুদানের অর্থ যোগ নেই।
ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি (Swami Govind Dev Giri) বলেন, মঙ্গলবার পর্যন্ত ট্রাস্টের কাছে ৩০ কোটি অনুদান জমা পড়ে। মুরারীবাবু ১১ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। সব মিলিয়ে ৪১ কোটি টাকা দাঁড়িয়েছে। তবে এই পরিমাণে বুধবার প্রদত্ত অনুদান অন্তর্ভুক্ত নয়। তাঁর আরও দাবি, করোনা মহামারীকালেও সাধারণ মানুষ রাম মন্দিরের জন্য অনুদান দিচ্ছেন। আরও পড়ুন: Ram Mandir Bhumi Pujan: অপেক্ষার অবসান, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
সূত্রের খবর, ২৫ মার্চ প্রথম লকডাউন জারি হওয়ার পরে ট্রাস্টের দুটি পৃথক সরকারি অ্যাকাউন্টে মোট ৪ কোটি ৬০ লাখ টাকা অনুদান পাওয়া গেছিল। রাম নবমীর দিন অনলাইন ব্যবস্থা চালু করার পর অনলাইনেও অনুদান এসেছে। সূত্রের আরও খবর, অন্তত ৫ হাজার জন অনলাইনে অনুদান দিয়েছেন। সব থেকে কম ১১ টাকা অনুদান পড়েছে। বড় টাকা চেক বা ই-ব্যাঙ্কিয়ের মাধ্যমে এসেছে।
জানা যাচ্ছে, বিদেশ থেকে অনেকে অনুদান দিতে চাইছেন। তাঁরা এনিয়ে ট্রাস্টের সঙ্গে যোগাযোগও করেছেন। যদিও সরকারি নিয়মে বিদেশ থেকে অনুদান নেওয়া যাবে না। সরকারি অনুমোদন পেলেই বিদেশ থেকে অনুদান নেওয়া শুরু হবে। জানা যাচ্ছে, ৫-৭ কোটি টাকা অনুদান আসতে পারে বিদেশ থেকে।