Ram Temple: রামলালা দর্শনে বঞ্ছিত না হন মানুষ, কেন্দ্রীয় মন্ত্রীদের এখনই অযোধ্যায় যেতে নিষেধ প্রধানমন্ত্রীর

রাম মন্দির দর্শনে সাধারণ মানুষকে যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্যই এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীদের অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা বাতিলের কথা বলেন প্রধানমন্ত্রী।

PM Modi On Ramlala (Photo Credit: Twitter)

অযোধ্যা, ২৫ জানুয়ারি: এই মুহূর্তে রাম মন্দির (Ram Temple) দর্শনে যাবেন না  কোনও কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই মুহূর্তে রাম মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রীরা গেলে, তাঁদের নিরাপত্তা এবং প্রটোকলের দরুণ কড়াকড়ি করবে প্রশাসন। যার জেরে সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। রাম মন্দির দর্শনে সাধারণ মানুষকে যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্যই এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রীদের অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা বাতিলের কথা বলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, আগামী মার্চ মাস থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের রাম মন্দির দর্শনে যাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীদের প্রটোকলের জন্য এই মুহূর্তে সাধারণ মানুষ যাতে রামলালা দর্শনে বঞ্ছিত না হন, সেই কারণেই প্রধানমন্ত্রী মোদীর এই নির্দেশ বলে খবর।

আরও পড়ুন: RamTemple: উপচে পড়ছে ভিড়, অযোধ্যামুখী সমস্ত রাস্তা বন্ধ করল প্রশাসন

এসবের পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের পর তা নিয়ে সাধারণ মানুষের মতামত কী, সে বিষয়ে বুধবারের বৈঠকে মন্ত্রীদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী।

দেখুন ভিডিয়ো...

২২ জানুয়ারি রামলালার প্রতিষ্ঠিত হন অযোধ্যার মন্দিরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হন উদ্বোধনী অনুষ্ঠানে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারাও হাজির হন সেখানে। ফলে ধুমধাম করে মন্দিরে প্রতিষ্ঠিত হন রামলালা।