Delhi Ordinance Bill: পক্ষে ১৩১-বিপক্ষে ১০২, রাজ্যসভায় পাশ দিল্লি অর্ডিন্যান্স বিল

রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল। দিল্লি অর্ডিন্যান্স বিলের পক্ষে ভোট দিলেন ১৩১ জন সাংসদ, আর সেখানে বিপক্ষে ১০২ জন।

MP of Loksabha and Rajyasabha tribute Soldier Photo Credit: Twitter@ANI

নতুন দিল্লি, ৭ অগাস্ট: অরবিন্দ কেজরিওয়ালের সব চেষ্টা জলে। লোকসভার পর এবার রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল (Delhi Ordinance Bill)। দিল্লি অর্ডিন্যান্স বিলের পক্ষে ভোট দিলেন ১৩১ জন সাংসদ, আর সেখানে বিপক্ষে ১০২ জন। লোকসভায় এই বিলটি আগেই পাশ হয়ে গিয়েছে। দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ, বদলি সংক্রান্ত ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার সব প্রক্রিয়া সম্পূর্ণ করল নরেন্দ্র মোদী সরকার। ইন্ডিয়া জোটের অভিযোগ দিল্লি অর্ডিন্যান্স বিলে রাজ্যের ক্ষমতা খর্ব হবে।

রাজ্যসভায় মোট ২৪৫টি আসন আছে। তার মধ্যে আটটি খালি থাকায়, রাজ্যসভায় বর্তমান পদ ২৩৭টি। ১১৯টি ভোট পেলে দিল্লি প্রশাসনিক বিলটি রাজ্য়সভায় পাশ করত। মোদী সরকারকে সেখানে পেল ১৩১টি ভোট। এনডিএ-র বাইরে থাকা ওয়াইএস আর কংগ্রেস ও বিজু জনতা দলের সমর্থন মোদী সরকারকে বড় সাহায্য করল। জগনমোহন রেড্ডি ও নবীন পট্টনায়েকের দলের ৯ জন করে সাংসদ রাজ্যসভায় আছে। এই ১৮টি ভোট বড় ব্যবধান গড়ে দিল বলে রাজনৈতিক মহলের দাবি।

আরও পড়ুন-ভারতীয় রেলে খালি আছে আড়াই লক্ষাধিক পদ, সংসদে জানালেন রেলমন্ত্রী

লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দিল্লি অর্ডিন্যান্স বিলের পাশ হওয়া নিয়ে সংশয় ছিল না। কিন্তু রাজ্যসভায় এই বিলের পাশ হওয়া আটকাতে সমর্থন আদায়ে বাংলায় নবান্নে এসে মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে মহারাষ্ট্রে শরদ পাওয়ার, লখৌনতে অখিলেশ যাদবের কাছে ছুটে গিয়েছিলেন কেজরিওয়াল। INDIA জোট গড়ে দিল্লি অর্ডিন্যান্স বিল রোখার মরিয়া চেষ্টা করলেও লাভ হল না। রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ হল দিল্লি অর্ডিন্যান্স বিল।

দেখুন ভিডিয়ো

রাজ্যের সিংহাসনে অরবিন্দ কেজরিওয়াল থাকলেও রাজ্যের ক্ষমতার আসল চাবিকাঠিটা চলে গেল নরেন্দ্র মোদী সরকারের কাছে।