Rajouri Garden Restaurant: আনলক–ওয়ানে সামাজিক দূরত্বের দফারফা, রেস্তরাঁয় বসল জন্মদিনের পার্টি, চলল হুকার আসর

দেশজুড়ে যখন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা তখন রাজধানীও বিপদের বাইরে নেই। দিল্লিতে সংক্রমণ ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে জামা মসজিদের শাহী ইমামের সচিবের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। সংক্রমণ এড়াতে ফের বন্ধ হয়েছে জামা মসজিদের দরজা। এদিনে লকডাউন শিথিল হতেই গাইড লাইন ভঙ্গ করার ধুম পড়েছে দিল্লিতে। এই বিপর্যয়ের মধ্যেই রাজধানীর রাজৌরি গার্ডেন (Rajouri Garden Restaurant) নামের রেস্তরাঁর বিরুদ্ধে আনলক-১ গাইড লাইন ভঙ্গের অভিযোগে তা বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিল দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন। সিভিক বডির স্বাস্থ্য কর্তারাই রেস্তরাঁ বন্ধের বিজ্ঞপ্তি জারি করছেন। বিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যেই ওই নামী ফুড জয়েন্টে পড়বে তালা, এমনটাই নির্দেশিকা রয়েছে।

হুকা (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ১২ জুন: দেশজুড়ে যখন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা তখন রাজধানীও বিপদের বাইরে নেই। দিল্লিতে সংক্রমণ ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে জামা মসজিদের শাহী ইমামের সচিবের ইতিমধ্যেই মৃত্যু ঘটেছে। সংক্রমণ এড়াতে ফের বন্ধ হয়েছে জামা মসজিদের দরজা। এদিনে লকডাউন শিথিল হতেই গাইড লাইন ভঙ্গ করার ধুম পড়েছে দিল্লিতে। এই বিপর্যয়ের মধ্যেই রাজধানীর রাজৌরি গার্ডেন (Rajouri Garden Restaurant) নামের রেস্তরাঁর বিরুদ্ধে আনলক-১ গাইড লাইন ভঙ্গের অভিযোগে তা বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিল দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন। সিভিক বডির স্বাস্থ্য কর্তারাই রেস্তরাঁ বন্ধের বিজ্ঞপ্তি জারি করছেন। বিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যেই ওই নামী ফুড জয়েন্টে পড়বে তালা, এমনটাই নির্দেশিকা রয়েছে। আরও পড়ুন-Amulya Leona: সিএএ বিরোধী মঞ্চে দাঁড়িয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, ৪ মাস পর জেল থেকে মুক্ত অমূল্য লিওনা

জানা গিয়েছে, রেস্তরাঁটিতে বসেছিল জন্মদিনের পার্টি। অভিযোগ, সেখানে সামাজিক দূরত্বের নিয়ম একেবারেই মানা হয়নি. মাস্কের কোনও বালাই ছিল না। এমনকী, আমন্ত্রিতদের হুকা পরিবেশন করেন রেস্তরাঁর কর্মীরা। সবমিলিয়ে ওই রেস্তরাঁটিতে পড়ল তালা, প্যানডেমিক আইনের আওতায় ব্যবস্থা নিলেন রাজধানীর মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্বাস্থ্য কর্তারা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রায় তিনমাস পরে আনলক ওয়ানের আওতায় দিল্লির এই নামী রেস্তরাঁ রাজৌরি গার্ডেনের দরজা খোলে। তবে সামাজিক দূরত্ব ভেঙে ইতিমধ্যেই রেস্তরাঁ কর্তৃপক্ষ নিজেদেরকে বড়সড় বিপদে ফেলল। এদিকে সেখানে জন্মদিন উদযাপনে আসা ৩৮ জনকে গ্রেপ্তার করেচে পুলিশ। এই তালিকায় রেস্তরাঁরও ৪ জন রয়েছেন। ধৃদের মধ্যে একজন রেস্তরাঁর মালিক। গোটা অপরাধের দায় এদের ঘাড়ে উঠলেও পরে প্রত্যেকেই জামিনে ছাড়া পেয়ে যান।