Nora Fatehi Kisses a Boy (Photo Credits: Instagram)

মুম্বই, ১০ জুনঃ গত মাসেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল 'দ্য রয়্যালস' (The Royals)। সোমবার রাতে ওয়েব সিরিজের সাফল্য পার্টি আয়োজিত হয়েছিল। দ্য রয়্যাস-এর রয়্যাল তারকাদের সমারোহে জমে উঠেছিল অনুষ্ঠান। ঈশান খট্টর (Ishaan Khatter), ভূমি পেডনেকর (Bhumi Pednekar), নোরা ফতেহি (Nora Fatehi), সাক্ষ্মী তানওয়ার (Sakshi Tanwar)-সহ সিরিজের প্রায় সকল তারকাদের দেখা গিয়েছে এদিনের অনুষ্ঠানে। দ্য রয়্যাস তারকাদের ছবি তোলার জন্যে অনুষ্ঠানস্থলে ভিড় করেছিলেন পাপারাৎজি। অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে এদিন দেখা গিয়েছে এক যুবককে। যার সঙ্গে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন নায়িকা। শুধু তাই নয়, পোজ দিয়ে ছবি তোলার সময়ে আচমকাই যুবকের গালে চুমুও এঁকে দেন। রয়্যালস অভিনেত্রীর সঙ্গে কে এই পুরুষ?

আরও পড়ুনঃ অন্তর্বাস ছাড়াই ভেজা পোশাকে শালিনী, সাহসী ফটোশুটের ছবি দেখে বাড়ছে নেটবাসীর যৌন উদ্দীপনা

রহস্যময় যুবকের গালে চুম্বন নোরার

সোমবার রাতে 'দ্য রয়্যালস'এর সাফল্য পার্টিতে (The Royals Success Party) ওই রহস্যময় যুবকের সঙ্গেই আসেন নোরা। এদিন নায়িকার পরনে ছিল কালো রঙের বডিকন ড্রেস। অন্যদিকে যুবকের পরনে ছিল সাদা শার্ট এবং প্যান্ট। ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণ যাকে বলে আর কি। চিত্রসাংবাদিকদের সামনে ওই যুবকের সঙ্গে ছবি তোলার জন্যে পোজ দেন অভিনেত্রী।

যুবকের সঙ্গে পরিচয় করালেন নোরা

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ওমার ফতেহি হলেন অভিনেত্রী নোরা ফতেহির একমাত্র ভাই। ভাইকে নিয়েই এদিন 'দ্য রয়্যালস'এর সাফল্য পার্টিতে আসেন তিনি। ভাইয়ের সঙ্গেই পোজ দিয়ে ছবি তোলেন। ভাইয়ের গালেই এঁকে দেন স্নেহ চুম্বন।