Rajkot: প্রাক্তন বান্ধবীর দাদার ভয়ে পালাতে গিয়ে কুয়োতে, রাজকোটে মৃত্যু যুবকের

প্রাক্তন বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলেন এক যুবক। দেখতে পেয়ে যান বান্ধবীর দাদা। ভয়ে পালাতে গিয়ে কুয়োয় (Well) পড়ে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম গৌতম। ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোট (Rajkot) জেলায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

ছবিটি প্রতীকী

রাজকোট, ২৬ ফেব্রুয়ারি: প্রাক্তন বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছিলেন এক যুবক। দেখতে পেয়ে যান বান্ধবীর দাদা। ভয়ে পালাতে গিয়ে কুয়োয় (Well) পড়ে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম গৌতম। ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোট (Rajkot) জেলায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, ২০ ফেব্রুয়ারি রাতে গৌতমের স্ত্রী ও ছেলে-মেয়েরা বাড়ি ছিল না। সুযোগ পেয়ে প্রাক্তন প্রেমিকা অঞ্জু ব্যক্তিগত সময় কাটাতে যান গৌতম। হঠাৎই অঞ্জুর দাদা ঘুম থেকে উঠে বাড়ির আলো জ্বেলে দেন। ধরা পড়বেন এই ভয়ে গৌতম সেখান থেকে পালাতে শুরু করেন। ছায়া দেখে অঞ্জুর দাদাও তাঁর পেছনে ধাওয়া করেন। এদিকে অন্ধকারে রাস্তা দেখতে না পেয়ে গৌতম একটি কুয়োতে পড়ে যান। সেই সময় কেউ কিছু বুঝতে পারেনি। আরও পড়ুন: Bharat Bandh Today: GST, জ্বালানি তেলের মূল্যবদ্ধির প্রতিবাদে আজ ভারত বনধ, কী কী পরিষেবা অমিল জানুন

এদিকে পরের দিন গৌতমের স্ত্রী ফিরে এসে তাঁকে খুঁজতে শুরু করন। খুঁজে না পেয়ে তিনি পুলিশের কাছে যান। পুলিশ গৌতমের সাইকেল গুন্ডাসারা গ্রামে পড়ে থাকতে দেখেন। এরপর গৌতমের প্রাক্তন বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানা যায়। তিনি পুলিশকে জানান যে সে রাতে গৌতম তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।