NEET Result 2020 Blunder: বিরাট ভুল! NEET-এর ফলাফলে তপশিলি উপজাতি বিভাগে প্রথম স্থানাধিকারীকে ফেল করিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি

NEET 2020-র পরীক্ষায় এসটি ক্যাটেগরিতে দেশের মধ্যে প্রথমস্থান অধিকারীকেই ফেল করিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। করোনাকালে এত বড় রকমের ভুলকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে। ওই পড়ুয়ার নাম মৃদুল রাওয়াত। ১৭ বছরের মৃদুল রাওয়াত রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার গঙ্গাপুর শহরের বাসিন্দা। চলতি বছরে সে NEET পরীক্ষায় বসেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিচারে সে ফেল করেছে। ভাল পরীক্ষা হয়েছিল, তাই ফলও নজরকাড়া হবে। এমনটাই জানতো মৃদুল।

মৃদুল রাওয়াত (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২০ অক্টোবর: NEET 2020-র পরীক্ষায় এসটি ক্যাটেগরিতে দেশের মধ্যে প্রথমস্থান অধিকারীকেই ফেল করিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। করোনাকালে এত বড় রকমের ভুলকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে। ওই পড়ুয়ার নাম মৃদুল রাওয়াত। ১৭ বছরের মৃদুল রাওয়াত রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার গঙ্গাপুর শহরের বাসিন্দা। চলতি বছরে সে NEET পরীক্ষায় বসেছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিচারে সে ফেল করেছে। ভাল পরীক্ষা হয়েছিল, তাই ফলও নজরকাড়া হবে। এমনটাই জানতো মৃদুল। এদিকে পাশ করতে না পারার খবরে ভেঙে তো পড়েইনি উল্টে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশিত ফলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঠোকে সে। আরও পড়ুন-Ireland Lockdown: করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের থাবা, ৬ সপ্তাহের জন্য কড়া লকডাউনে আয়ার্ল্যান্ড

দ্বিতীয়বার ওই পড়ুয়ার উত্তরপত্র পরীক্ষা করতেই জানা যায় কতবড় ভুলটা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। কেননা মৃদুল ফেল করা তো দূরে থাক বরং NEET 2020-র পরীক্ষায় তপসিলি উপজাতি বিভাগে সে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তবে দ্বিতীয়বারের উত্তরপত্রকেও ত্রুটিমুক্ত রাখতে পারল না ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ৭২০-তে ৬৫০ পেয়েছে মৃদুল। জি নিউজের রিপোর্ট অনুসারে মৃদুলে উত্তরপত্রে সংখ্যায় প্রাপ্ত নম্বর ঠিকঠাক থাকলেও কথায় কিন্তু পুরনো অর্থাৎ ৩২৯ নম্বরই বসানো ছিল। ফের তা কারেকশন করে মৃদুলের কাছে পাঠানো হয়। এবার NEET 2020-র পরীক্ষার ফলাফলে ৭২০-তে ৭২০ পেটেছেন ওড়িশার শোয়েব আফতাব ও দিল্লির আকাঙ্খা সিং। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সির টাই-ব্রেকিং পলিসি অনুসারে শোয়েবকেই প্রথম স্থানাধিকারী হিসেবে ঘোষণা করা হয়।