Rajasthan Boat Tragedy: রাজস্থানের চম্বল নদীতে নৌকাডুবি, অন্তত ১০ জনের মৃ্ত্যু

চম্বল নদীতে (Chambal River) ডুবে গেল নৌকা। এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) কোটা জেলায়। জানা গেছে, সব যাত্রী বুন্দি জেলায় কমলেশ্বর ধামে যাচ্ছিলেন। মহিলা ও পুরুষ মিলিয়ে নৌকায় সেই সময় ৫০ জন যাত্রী ছিলেন।

রাজস্থানের চম্বল নদীতে নৌকাডুবি (Photo Credits: Twitter/Screengrab)

কোটা, ১৬ সেপ্টেম্বর: চম্বল নদীতে (Chambal River) ডুবে গেল নৌকা। এখনও পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) কোটা জেলায়। জানা গেছে, সব যাত্রী বুন্দি জেলায় কমলেশ্বর ধামে যাচ্ছিলেন। মহিলা ও পুরুষ মিলিয়ে নৌকায় সেই সময় ৫০ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলের তোড়ে নৌকাটি ডুবে যায়। সেই সময় অনেক যাত্রী ছিলেন। স্থানীয়রা উদ্ধারে নেমে পড়ে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। কোটার খাতোলি থানা এলাকার ধিবরি চম্বল এলাকাতে নৌকাটি ডুবে যায়। নদীর যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, তার একদিকে কোটা জেলা, অন্যদিকে বুন্দি জেলা। জানা গেছে,সকলেই প্রায় এটাওয়া জেলার আশেপাশের গ্রামের বাসিন্দা। সকলেই চতুর্দশী উপলক্ষে কমলেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে। আরও পড়ুন: MHA On Infiltration Along China Border: গত ৬ মাসে চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, জনা ৪০ যাত্রী ছিল নৌকাতে। সকাল ৮টা ৪৫ নাগাদ সেটি ডুবে যায়। ১০-১২ জন নিখোঁজ রয়েছে।