Rahul Gandhi: গরীব কৃষক, শ্রমিক সন্তানরা ইংরেজি শিখুক, তা চায় না বিজেপি, তোপ রাহুলের
গরীব কৃষক এবং শ্রমিকের সন্তানরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করুক, তা বিজেপি চায় না বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। আলওয়ারের জনসভা থেকে রাহুল আরও বলেন, গরীব কৃষক এবং শ্রমিক সন্তানরা ইংরেজি শিখে মাঠ থেকে বের হোক, বড় স্বপ্ন দেখুক, তা বিজেপি নেতারা কখনও চান না।
জয়পুর, ১৯ ডিসেম্বর: বিজেপির (BJP) পর এবার ভাষা বিতর্ক উসকে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । এবার ভাষা বিতর্ক নিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ। রাজস্থানের (Rajasthan) আলওয়ারে (Alwar) একটি জনসভায় হাজির হন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, দেশের স্কুলগুলিতে ইংরেজি শিক্ষা দেওয়া হোক, তা বিজেপি নেতারা চান না। অথচ বিজেপি নেতাদের সন্তান কিংবা তাঁদের বাড়ির ছেলেমেয়েরা সবাই ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। গরীব কৃষক এবং শ্রমিকের সন্তানরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করুক, তা বিজেপি চায় না বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। আলওয়ারের জনসভা থেকে রাহুল আরও বলেন, গরীব কৃষক এবং শ্রমিক সন্তানরা ইংরেজি শিখে মাঠ থেকে বের হোক, বড় স্বপ্ন দেখুক, তা বিজেপি নেতারা কখনও চান না।
প্রসঙ্গত এর আগে হিন্দিকে রাষ্ট্র ভাষা করা হোক বলে দাবি করা হয় বিজেপির তরফে। দেশের মানুষ যখন নিজেদের মধ্যে কথা বলবেন, তাঁরা বিদেশি ভাষা ব্যবহার না করে, হিন্দিকে মাধ্যম করে তুলুন বলে অমিত শাহের মন্তব্য ঘিরে গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়।