Ashwini Vaishnaw: দিল্লি স্টেশনে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খবর নিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দেখুন ভিডিয়ো
দেওয়ালি শেষ হওয়ার পাশাপাশি ছট পুজো থাকায় বর্তমানে প্রচণ্ড ভিড় হচ্ছে নয়াদিল্লি স্টেশনে। পরিস্থিতি দেখে বেশ কিছু অতিরিক্ত ট্রেনও ছাড়া হচ্ছে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি স্টেশনে গিয়ে ট্রেনের স্লিপার কামরায় উঠে পরিস্থিতি খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
নয়াদিল্লি: দেওয়ালি শেষ হওয়ার পাশাপাশি ছট পুজো থাকায় বর্তমানে প্রচণ্ড ভিড় হচ্ছে নয়াদিল্লি স্টেশনে। পরিস্থিতি দেখে বেশ কিছু অতিরিক্ত ট্রেনও ছাড়া হচ্ছে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি স্টেশনে (New Delhi Railway Station) গিয়ে ট্রেনের স্লিপার কামরায় উঠে পরিস্থিতি খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Railways Minister Ashwini Vaishnaw)। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলতে ও খোঁজখবর নিতে দেখা যাক তাঁকে। কামরার একটি আসনে বসে উৎসবের মরসুমে এএনআইয়ের সাংবাদিককে সাক্ষাৎকার দিতেও দেখা যায় রেলমন্ত্রীকে।
সাধারণ যাত্রীদের মাঝে বসেই তিনি বলেন, "উৎসব (festivals) উপলক্ষে বিশেষ আয়োজন (Special arrangements) করা হয়েছে। সব পরিকল্পনা মাস খানেক আগে করা হয়েছিল। পুলিশ মোতায়েন (Police deployment), চিকিৎসক মোতায়েন (doctors deployment) যথাযথভাবে করা হয়েছে। আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা রেল কর্তৃপক্ষের ব্যবস্থায় সন্তুষ্ট। গত বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ট্রেনের (train) ব্যবস্থা করা হয়েছে।"
সম্প্রতি উত্তরপ্রদেশে (UP) ও বিহারে (Bihar) কয়েকটি ট্রেনের কামরায় আগুন (fire) লাগার ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "কিছু যাত্রীর কাছ থেকে আতসবাজি (Crackers) পাওয়া গেছে। আমি যাত্রীদের এমন কিছু না করার জন্য অনুরোধ করছি যা ক্ষতি করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে।" আরও পড়ুন: National Press Day celebrations 2023: জাতীয় সাংবাদিকতা দিবসে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর! দেখুন ভিডিয়ো
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)