Rahul, Priyanka Gandhi Meet Victim's Family: হাথরাসে নির্যাতিতার বাড়ি পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
হাথরাসে নির্যাতিতার বাড়ি পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। হাথরাসে পৌঁছে রাহুল-প্রিয়ঙ্কা, দেখা করলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। সারাদিন উত্তরপ্রদেশ পুলিশের নাটকের পর বাধ্য হয়ে অবশেষে রাহুল ও প্রিয়াঙ্কাকে ঢুকতে দেয় পুলিশ। হাথরসে রাহুলের যাওয়া আটকাতে উত্তরপ্রদেশের সীমানায় পথের বিভিন্ন স্থানে মোতায়েন ছিল পুলিশ।
নতুন দিল্লি, ৩ অক্টোবর: হাথরাসে নির্যাতিতার বাড়ি পৌঁছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। হাথরাসে পৌঁছে রাহুল-প্রিয়ঙ্কা, দেখা করলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। সারাদিন উত্তরপ্রদেশ পুলিশের নাটকের পর বাধ্য হয়ে অবশেষে রাহুল ও প্রিয়াঙ্কাকে ঢুকতে দেয় পুলিশ। হাথরসে রাহুলের যাওয়া আটকাতে উত্তরপ্রদেশের সীমানায় পথের বিভিন্ন স্থানে মোতায়েন ছিল পুলিশ।
আজ ডিএনএফ ফ্লাইওভারে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ করলে তার থেকে দলীয় কর্মীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভডরা (Priyanka Gandhi Vadra)। উত্তরপ্রদেশে হাথরাস যাওয়ার পথে আজ আবারও পথ আটকায় উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)। যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ঘিরে ছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ডিএনএফ ফ্লাইওভারে ওই কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
দিল্লিতে দলের সদর দফতর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ৩৫জন সাংসদ রওনা দেন হাথরসের উদ্দেশে। রয়েছেন আনন্দ শর্মা, অধীর চৌধুরিরা। তবে এদিনও পুলিশের বাধার মুখে পড়ার সম্ভাবনা । সকালে গৃহবন্দি করা হয় উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয়কুমার লাল্লুকে। কংগ্রেসের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে।