IPL Auction 2025 Live

Sambhal Violence: সম্ভলে ধর্মীয় হিংসার জন্যে দুষেছেন বিজেপিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে যাবেন রাহুল

পুলিশি ঘেরাটোপে সম্ভল এলাকা এখন থমথমে। বুধবার কিংবা বৃহস্পতিবার রাহুল যাবেন সেখানে। দেখা করবেন হিংসার শিকার হয়ে মৃত চার যুবকের পরিবারের সঙ্গে।

Rahul Gandhi (Photo Credit:X)

সম্ভল, ২৬ নভেম্বরঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলে (Sambhal) শাহী জামা মসজিদের (Shahi Jama Masjid) সমীক্ষা ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। পুলিশি ঘেরাটোপে সম্ভল এলাকা এখন থমথমে। ধর্মীর হিংসার শিকার হওয়া সম্ভলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসার কথা রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার কিংবা বৃহস্পতিবার রাহুল যাবেন সেখানে। দেখা করবেন হিংসার শিকার হয়ে মৃত চার যুবকের পরিবারের সঙ্গে।

সম্ভলের জামা মসজিদ ঘিরে তৈরি হওয়া সাম্প্রদায়িক বিভেদ, অশান্তির পরিবেশ- এই সমস্ত কিছুর জন্যেই নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা। সোমবারই বিজেপির একহাত নিয়ে এক্স হ্যান্ডেল থেকে রাহুল লেখেন, উত্তরপ্রদেশের রাজ্য সরকারের সিদ্ধান্তে পক্ষপাতিত্ব রয়েছে। ক্ষিপ্ত জনতার উপর পুলিশের গুলি চালানোর মত সংবেদনশীল একটা সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপের দিকে চালনা করেছে বলেই মত রাহুলের। তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতা দখলের জন্যে প্রতিনিয়ত হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ফাটল ও বৈষম্য তৈরি করার চেষ্টা করছে। তিনি এও জানান, এই বিষয়ে হস্তক্ষেপের জন্যে যত দ্রুত সম্ভব দেশের শীর্ষ আদালতের দারস্ত হবেন তিনি। এই উত্তপ্ত পরিস্থিতিতে সকলকে শান্তি ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তাল সম্ভল, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

মুঘলরা মসজিদ নির্মাণের জন্য সম্ভলে একটি মন্দির ভেঙে দিয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে রবিবার সকালে সমীক্ষার দল পৌঁছয় শাহী জামা মসজিদে (Shahi Jama Masjid)। সমীক্ষার দলকে দেখেই চোটে যান স্থানীয়রা। শ'য়ে শ'য়ে বিক্ষোভকারীরা জড়ো হন সেখানে। বিক্ষোভকারীদের রুখতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। ধ্বস্তাধস্তির মাঝে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা এলোপাথাড়ি ইট পাটকেল ছুঁড়তে থাকে। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তাও নিয়ন্ত্রণে আনা যায়নি সম্ভলের পরিস্থিতি। রাস্তার বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। এরপরেই গুলি ছুঁড়তে বাধ্য হয় পুলিশ।