রাহুল গান্ধি। ফাইল ছবি। (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ অক্টোবর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) আজ বিকেলে আবারও উত্তরপ্রদেশের হাথরাস (Hathras) যাবেন। তিনি নির্যাতিতা র পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। তবে সূত্রের খবর, রাহুলকে আবারও দিল্লি-ইউপি সীমান্তে আটকানো হবে। কংগ্রেসের তরফ জানানো হয়েছে, রাহুলের সঙ্গে থাকবেন দলের আরও কয়েকজন সাংসদ। যেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi)।

রাহুল নিজেও এই বিষয়ে টুইট করেছেন। তিনি লেখেন, "পৃথিবীর কোনও কিছুই আমাকে হাথরাসের এই অসুখী পরিবারটির সঙ্গে দেখা করতে এবং তাদের বেদনা জানতে বাধা দিতে পারবে না।" তার আগের টুইটে তিনি লেখেন, "ওই সুন্দর মেয়েটি এবং তার পরিবারের সঙ্গে ইউপি সরকার এবং পুলিশ যে আচরণ করা হচ্ছে তা আমি মানি না। কোনও ভারতীয়র এটি মেনে নেওয়া উচিত নয়।" আরও পড়ুন: Hathras Incident: 'কেড়ে নিয়েছে মোবাইল, কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না', হাথরস কাণ্ডে দাবি নির্যাতিতার পরিবারের

বৃহস্পতিবারও রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ওই গ্রামে ঢোকার চেষ্টা করেছিলেন৷ কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের নয়ডায় গ্রেপ্তার করে ও এসকর্ট করে দিল্লি পাঠিয়ে দেয়৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান রাহুল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে জানিয়েছেন, মহিলাদের সুরক্ষার বিষয়ে উত্তরপ্রদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ অভিযুক্তদের কড়া শাস্তি হবে৷ ইতিমধ্যেই এসপি, ডিএসপি সহ ৫ পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে৷


আপনি এটাও পছন্দ করতে পারেন

Delhi: দিল্লির জনসভায় কেজরিকে জেল নিয়ে কটাক্ষ মোদীর, নমোকে বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

Lok Sabha Elections 2024: রায়বারেলি, আমেথি থেকে হুগলি, লাদাখ- সোমবার পঞ্চম দফার ভোটে যে দশ আসনে নজর

Loksabha Election 2024: 'রায়বেরিলির মাটির সঙ্গে আমাদের পরিবারের শিকড় সংযুক্ত', রাহুল, প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে বললেন সোনিয়া গান্ধী

Loksabha Election 2024: রায়বেরিলির মানুষ 'খটাখট' বাড়িতে পাঠিয়ে দেবেন, রাহুলকে তীব্র কটাক্ষ মোদীর

Amethi Lok Sabha: আমেথিতে প্রচার দ্বৈরথে স্মৃতি ইরানি-প্রিয়াঙ্কা গান্ধী, দেখুন ভিডিয়ো

Smriti Irani: কংগ্রেসের শাহেজাদাকে আমেঠির জনতা বাইরে পাঠিয়ে দিয়েছে! মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে প্রস্তুত, অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডাকে সাড়া দিয়ে জানালেন রাহুল গান্ধী

Robert Vadra: মহান ক্ষমতা চলে আসলে দায়িত্ব বাড়ে, শ্যাম পিত্রোদার উদ্দেশ্যে মন্তব্য রবার্ট বঢরার