Rahul Gandhi: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ 'অগণতান্ত্রিক', লন্ডনে বিক্ষোভ কংগ্রেসের
২০১৯ সালে মোদী উপাধি মামলায় সম্প্রতি রাহুল গান্ধীকে দোষী সাব্যসত্ করে সুরাটের জেলা আদালত। যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। রাহুল গান্ধীকে দোষী সাব্যস্তর পর জামিনের আবেদন করেন কংগ্রেস সাংসদ।
দিল্লি, ২৭ মার্চ: অগণতান্ত্রিকভাবে রাহুল গান্ধীর (Rahul Gandhi) লোকসভার সাংসদ পদ খারিজ করা হয়েছে। এমনই অভিযোগে এবার কংগ্রেসের লন্ডন শাখা প্রতিবাদে সামিল। লন্ডন পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ শুরু করেন দলের কর্মীরা। রাহুল গান্ধীর সাংসদ পদ যেভাবে খারিজ করা হয়েছে, তা পুরোটাই অগণতান্ত্রিক বলে অভিযোগ করা হয় হাত শিবিরের তরফে। বিষয়টিকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলে আখ্যা দেন কংগ্রেসের কর্মীরা।
আরও পড়ুন: Rahul Gandhi: 'সত্য, অহিংসাই তাঁর ধর্ম', মোদী মন্তব্যে 'দোষী সাব্যস্ত'-র পর ট্যুইট রাহুল গান্ধীর
২০১৯ সালে মোদী উপাধি মামলায় সম্প্রতি রাহুল গান্ধীকে দোষী সাব্যসত্ করে সুরাটের জেলা আদালত। যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। রাহুল গান্ধীকে দোষী সাব্যস্তর পর জামিনের আবেদন করেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী মোদী পদবী মামলায় জামিন পেলেও, ওই ঘটনায় তাঁর লোকসভার সাংসদ পদ খারিজ করা হয়। য়া নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ শুরু করেন কংগ্রেসের নেতা, কর্মীরা।