Lalu Prasad Yadav: রাহুল গান্ধীকে বিয়ে নিয়ে ঠাট্টা লালুর, বললেন 'তোমার বিয়ে করা উচিত ছিল', দেখুন ভিডিয়ো

পটনায় বিজেপি বিরোধী দলগুলির মহাবৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তার বিয়ে নিয়ে ঠাট্টা করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব

Photo Credits: FB

পটনায় বিজেপি বিরোধী দলগুলির মহাবৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে তার বিয়ে নিয়ে ঠাট্টা করলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীকে দেখে লালু বললেন, "আমি রাহুলকে আগেই পরামর্শ দিয়েছিলাম, বিয়ে করে নাও। ওর মা-ও বলেছিল। ও কারও কথা শোনেনি। যাই হোক, এখনো দেরী হয়নি। তুমি এখন বিয়ে করো, আমরা সবাই বরযাত্রী হয়ে যাবো।"আরজেডি প্রধান লালুর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন ৫৩ বছরের রাহুল।সঙ্গে ঘাড় নেড়ে লালুর কথায় সম্মতিও জানান রাজীব-সোনিয়া পুত্র।

রাহুলকে নিয়ে লালুর কথা শুনে বৈঠকে উপস্থিত এনসিপি-র সুপ্রিয়া সুলে, শিবসেনার আদিত্য ঠাকরে থেকে জেডি (ইউ) নীতীশ কুমার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে -রা হেসে ফেলেন। বৈঠক শেষে লালু বলেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন। এবার তিনি বিরোধী জোটের সবাইকে নিয়ে মোদীকে হারাবতে প্রস্তুত। আরও পড়ুন-খুশি মমতা-নীতীশরা, বৈঠকে থেকেও বিরোধী জোটের সাংবাদিক সম্মেলনে এল না আপ, পরবর্তী বৈঠক জুলাইয়ে সিমলায়

দেখুন ভিডিয়ো

কংগ্রেসের দীর্ঘদিনের সঙ্গী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। লালুপ্রসাদ যাদব কখনই বিজেপির হাত ধরেননি। ইউপি-২ সরকারের একটা সময় লালুর সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন রাহুল। লালুর দুর্নীতির বিরুদ্ধে সবর হয়েছিলেন রাহুল। তবে জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর চমকপ্রদ উত্থানের পরেও লালু বারবার কংগ্রেসের হাত ধরে রেখেছেন।