Rahul Gandhi On One Year of Pulwama Attack: সবচেয়ে বেশি লাভ কার হয়েছে? পুলওয়ামা হামলার বছরপূর্তিতে প্রশ্ন রাহুল গান্ধীর
পুলওয়ামায় হামলার (Pulwama Attack) এক বছর পূর্তিতে নরেন্দ্র মোদি সরকারের দিকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাগার অভিযোগ, নিরাপত্তার গাফিলতির জন্যই প্রাণ দিতে হয়েছে জওয়ানদের। শুক্রবার সকালে টুইট করেন রাহুল গান্ধী। টুইটে তিনটি প্রশ্ন তোলেন। লেখেন, 'আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছি। আজ কয়েকটি প্রশ্ন করা যাক। এক, এই হামলায় সবচেয়ে বেশি লাভ কার হয়েছে? দুই, হামলার তদন্তের ফলাফল কী? তিন, নিরাপত্তার গাফিলতির জন্য যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কাকে দায়ী করা হয়েছে?'
নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: পুলওয়ামায় হামলার (Pulwama Attack) এক বছর পূর্তিতে নরেন্দ্র মোদি সরকারের দিকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাগার অভিযোগ, নিরাপত্তার গাফিলতির জন্যই প্রাণ দিতে হয়েছে জওয়ানদের। শুক্রবার সকালে টুইট করেন রাহুল গান্ধী। টুইটে তিনটি প্রশ্ন তোলেন। লেখেন, 'আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছি। আজ কয়েকটি প্রশ্ন করা যাক। এক, এই হামলায় সবচেয়ে বেশি লাভ কার হয়েছে? দুই, হামলার তদন্তের ফলাফল কী? তিন, নিরাপত্তার গাফিলতির জন্য যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কাকে দায়ি করা হয়েছে?'
গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় প্রায় ২৫০০ জওয়ানের কনভয়ে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) সন্ত্রাসবাদী সংগঠনের আত্মঘাতী হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়। তৈরি হয় যুদ্ধের পরিস্থিতি। দেশের অন্যতম কালো দিনের একটা বছর পূর্ণ হল শুক্রবার। শহিদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, "গত বছর পুলওয়ামায় প্রাণ হারানো শহিদদের শ্রদ্ধা জানাই। তাঁরা ব্যক্তিক্রমী ব্যক্তি ছিলেন, যাঁরা দেশের সেবায় ও সুরক্ষায় জীবন বলিদান দিয়েছিলেন। ভারত তাঁদের অবদান ভুলবে না।" আরও পড়ুন: Pulwama Terror Attack: ভারতের ইতিহাসে কালো দিন, পুলওয়ামা হামলার বছরপূর্তিতে ৪০ সেনানির স্মরণে ভারত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, "পুলওয়ামা হামলায় শহিদদের শ্রদ্ধা জানাচ্ছি। এই সাহসী জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি ভারত চিরকৃতজ্ঞ থাকবে।" অপরদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, "২০১৯ সালে পুলওয়ামায় যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণ করছি। ভারত তাঁদের ত্যাগ ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে গোটা দেশ। আমাদের এই লড়াই চলবে।"