First Transgender Constable: বিহার পুলিশে প্রথম রূপান্তরিত কনস্টেবল, নিয়োগ পেলেন রচিত রাজ

এই প্রথম বিহার (Bihar) পুলিশে নিয়োগ পেলেন এক রূপান্তরিত (First Transgender Constable)৷ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তিনি৷ নাম রচিত রাজ (Rachit Raj)৷ তিনি প্রথম রূপান্তরিত কনস্টেবল হিসেবে কাইমুর জেলার এসপি অফিসের গোপন শাখায় নিযুক্ত হয়েছেন৷

Bihar Police (Representational Image/PTI)

পাটনা, ২৩ সেপ্টেম্বর: এই প্রথম বিহার (Bihar) পুলিশে নিয়োগ পেলেন এক রূপান্তরিত (First Transgender Constable)৷ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তিনি৷ নাম রচিত রাজ (Rachit Raj)৷ তিনি প্রথম রূপান্তরিত কনস্টেবল হিসেবে কাইমুর জেলার এসপি অফিসের গোপন শাখায় নিযুক্ত হয়েছেন৷ রচিত রাজ(২৩), আগে তিনি রচনা নামেই পরিচিত ছিলেন৷ কন্যা সন্তান হিসেবে জন্মালেও কখনও মেয়েদের পোশাক পরতে চাইতেন না৷ এমনকী, হাঁটাচলার মধ্যেও কোনও মেয়েলি ভাব ছিল না৷ সেজন্য পথে ঘাটে তাঁকে কম কটূক্তি সহ্য করতে হয়নি৷ আরও পড়ুন-Jammu and Kashmir: মধ্যরাতে মন্দিরে প্রবেশের চেষ্টা, জঙ্গি ভেবে সহকর্মীকে গুলি নিরাপত্তা রক্ষীর

এই প্রসঙ্গে রাজ বলেন, “এ সমস্ত সামাজিক বাধার পাশাপাশি পেরিয়ে রূপান্তরিত হিসেবে নাম বদলের এফিডেভিট করি৷ এদিকে শারীরিক পরিচয়ে আমি মেয়ে সেখান থেকে ছেলেতে রূপান্তরিত হওয়াও সহজ পথ ছিল না৷ আমি একজন পুরুষ হিসেবে কনস্টেবল পদে আবেদন করি৷   চলতি বছরে নির্বাচিত হই৷ প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর আমাকে নিয়োগ করা হয়েছে কাইমুর জেলার এসপি অফিসের গোপন শাখায়৷ এখন আমি সহকর্মীদের থেকে সম্মান পাচ্ছি৷”

তিনি আরও বলেন, “ট্রান্সজেন্ডার প্রডোটেকশন অ্যাক্ট ২০১৯ অনুসারে, বিহারের যেকোনও রূপান্তরিত নিজের পরিচয় প্রকাশ্যে আনতে পারেন৷ সেখানে রূপান্তরিতর শংসাপত্র প্রদর্শন জরুরি নয়৷ তবে আমার শিক্ষাগত শংসাপত্রে শারীরিক পরিচয় বদলাতে পারব না৷ সেখানকার লিঙ্গ বিভাগে আমি মেয়ে হিসেবেই পরিচিত৷”