R.G. Kar Hospital: 'অধ্যক্ষ কী করছিলেন?' আরজি কর-কাণ্ডের পর সন্দীপ ঘোষের তড়িঘড়ি নিয়োগ অন্য হাসপাতালে কীভাবে, প্রশ্ন সুপ্রিম কোর্টের

তরুণী চিকিৎসকের মৃত্যুর পর ৩ ঘণ্টা ধরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল বলে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে ওই ঘটনাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আত্মহত্যা বলে কেন চালাতে চাইছিলেন বলেও প্রশ্ন তোলা হয় দেশের শীর্ষ আদালতের তরফে।

Supreme Court (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২০ অগাস্ট: আরজি কর-কাণ্ডে (R.G. Kar Hospital) এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে কার্যত ভর্ৎসনা করা হল রাজ্যকে। এবার থেকে আরজি করের পাহারায় যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়, তেমনি আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের উপর অত্যাচারের খবর যখন প্রকাশ্যে আসে, তখন তৎকালীন অধ্যক্ষ কি করছিলেন বলে প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টের তরফে। তরুণী চিকিৎসকের মৃত্যুর (Kolkata Doctor Death) পর ৩ ঘণ্টা ধরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল বলে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে ওই ঘটনাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আত্মহত্যা বলে কেন চালাতে চাইছিলেন বলেও প্রশ্ন তোলা হয় দেশের শীর্ষ আদালতের তরফে।

আরও পড়ুন: R.G. Kar Hospital: আরজি করে 'ভয়ের ঘটনা', 'বহিরাগতরা হাসপাতালে হামলা চালাল কীভাবে, রাজ্য কেন রুখতে পারল না'? প্রশ্ন সুপ্রিম কোর্টের

এসবের পাশাপাশি আরজি কর-কাণ্ডের পর সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কীভাবে কলকাতার অন্য একটি হাসপাতালে নিয়োগ করা হয়, সুপ্রিম কোর্ট তা খতিয়ে দেখবে বলেও জানানো হয়। আরজি করের ঘটনায় যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় হঠাৎ করে সন্দীপ ঘোষকে কীভাবে তড়িঘড়ি অন্য একটি কলেজে নিয়োগ করা হল, তা সম্পূর্ণ রূপে খতিয়ে দেখা হবে বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে।



@endif