Allu Arjun: 'তেলুগু সিনেমা জগতের নাম খারাপ করতে চাইছে তেলাঙ্গানা সরকার', অল্লুর পাশে দাঁড়িয়ে রেভান্থকে কটাক্ষ বিজেপির অনুরাগের

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পুষ্পা টু-এর প্রিমিয়ারে অল্লু অর্জুনকে দেখে মানুষের উন্মাদনা চরমে উঠলে, সেখানে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়।

Anurag Thakur Backs Allu Arjun (Photo Credit: Instagram)

দিল্লি, ২৬ ডিসেম্বর: কিছু মানুষ রয়েছেন, যাঁরা পুষ্পা টু (Pushpa 2) অভিনেতার ছবি খারাপ করতে চাইছেন। এবার এমনই মন্তব্য করলেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, অল্লু অর্জুনের (Allu Arjun) ছবি খারাপ করতে চাইছেন কিছু মানুষ। অর্থাৎ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির ভূমিকার কড়া সমালোচনা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী। অনুরাগ বলেন, তেলাঙ্গানর কংগ্রেস নেতারা যেভাবে অল্লু অর্জুন তথা তেলুগু সিনেমা জগগতের ইমেজ খারাপ করতে চাইছেন, তা একেবারে অনুচিত। তেলাঙ্গানার কংগ্রেস নেতাদের কখনও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতাদের ছবি খারাপ করা উচিত নয় বলেও মন্তব্য করেন অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন: Allu Arjun: হাত জোড় করে নামলেন গাড়ি থেকে, সমন পাঠিয়ে অল্লু অর্জুনকে থানায় নিয়ে এল পুলিশ, দেখুন

ওই মহিলার মৃত্যুর পর অল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যার জেরে পুষ্পা অভিনেতাকে গ্রেফতার ৃ করা হয়। পরে অবশ্য জামিনে তিনি ছাড়াও পেয়ে যান।

অল্লু অর্জুন জামিনে ছাড়া পেলেও তাঁর ভোগান্তি কমেনি। কখনও অল্লু অর্জুনের বাড়িতে হামলা চালানো হচ্ছে আবার কখনও অভিনেতাকে চিক্কাডপল্লী থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। সবকিছু মিলিয়ে গত ৪ ডিসেম্বরের ঘটনার পর থেকে অল্লু অর্জুনের ভোগান্তি কমছে না কোনওভাবেই।