Bhagwant Mann: পেটে হঠাৎ ব্যথা, হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালর খুনে অভিযুক্ত ২ গ্যাংস্টারকে বুধবার খতম করে পাঞ্জাব পুলিশ। ২ গ্যাংস্টারকে খতম করায় পাঞ্জাব পুলিশকে অভিনন্দন জানান ভগবন্ত মান।

AAP's chief ministerial candidate Bhagwant Mann. (Photo Credits: Facebook)

দিল্লি, ২১ জুলাই:  হাসপাতালে (Hospital) ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। আচমকা পেটে ব্যথা শুরু হওয়ায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লির (Delhi) সরিতা বিহার এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে ভগবন্ত মানের। পেটে সংক্রমণের জেরেই ব্যথা অনুভব করেন ভগবন্ত মান। ফলে দিল্লির ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাই চিকিৎসা করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালর খুনে অভিযুক্ত ২ গ্যাংস্টারকে বুধবার খতম করে পাঞ্জাব পুলিশ। ২ গ্যাংস্টারকে খতম করায় পাঞ্জাব পুলিশকে অভিনন্দন জানান ভগবন্ত মান। অমৃতসরের চিচা ভাকনা গ্রামে খতম করা হয় রূপা এবং মান্নু কুসা নামে ২ গ্যাংস্টারকে। ওই ঘটনার পর পাঞ্জাব পুলিশের প্রশংসা করেন ভগবন্ত মান।

আরও পড়ুন: Shahid Diwas: শহিদ দিবস উপলক্ষ্যে সকাল থেকে ধর্মতলায় হাজির তৃণমূল কর্মী, সমর্থকরা

বুধবার পাঞ্জাব পুলিশকে অভিনন্দন জানানোর পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভগবন্ত মান।