Pune Rains: পুণের বন্যা পরিস্থিতিতে মৃত্যু বেড়ে সাত, দেওয়াল ভেঙে-গাড়ি খাদে পড়ে প্রাণহানি, স্কুল-কলেজ সব বন্ধ
পুণেতে বন্যার জেরে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেল। বন্যায় দেওয়াল ভেঙে মৃত্য়ু, গাড়ি ভেসে খাদে পড়ে প্রাণহানির মত ঘটনাও ঘটল। আজ সকালে, সংবাদসংস্থা ANI-র খবরে দেখা গেল পুণের সিনহাগাদ রোডের কাছে এক খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে একজনের মৃতদেহ উদ্ধার হল।
পুণে (মহারাষ্ট্র), ২৬ সেপ্টেম্বর: Pune Rains: পুণেতে বন্যা পরিস্থিতির জেরে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেল। বন্যায় দেওয়াল ভেঙে মৃত্য়ু, গাড়ি ভেসে খাদে পড়ে প্রাণহানির মত ঘটনাও ঘটল। আজ সকালে, সংবাদসংস্থা ANI-র খবরে দেখা গেল পুণের সিনহাগাদ রোডের কাছে এক খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে একজনের মৃতদেহ উদ্ধার হল। এর আগে দেওয়াল ভেঙে প্রাণহানির খবরও পাওয়া গিয়েছে। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-র তিনটি দলকে নামানো হয়েছে।
প্রায় তিন মাস টানা বৃষ্টির পর দিন তিনেক আগে বর্ষা বিদায় নিয়েছে বলে মনে করেছিল মুম্বইবাসী। কিন্তু মুম্বইয়ের পাশের শহর পুণেতে উঠে এল বন্যার ছবি। টানা বৃষ্টির জেরে পুণে এখন জলের তলায়। বৃষ্টির মাত্রা বাড়ায়, এবং জল জমে থাকায় আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের পর মহারাষ্ট্রের সবচেয়ে হাইপ্রোফাইল এই শহরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আরও পড়ুন-পাকিস্তানের তাজা ক্ষতের মাঝেই ইন্দোনেশিয়ায় বড় মাপের ভূমিকম্প
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবারও পুণেতে ভারী বৃষ্টিপাত হবে। আগামিকাল , শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। ফলে প্রশাসন আরও সতর্কতা নিচ্ছে। গত সোমবার রাতে মাত্র এক ঘণ্টায় পুণের শিবাজীনগর অঞ্চলে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পুণেতে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মোট ৭১.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবারের বর্ষায় মুম্বই সহ মহারাষ্ট্রে রেকর্ড বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে মুম্বই মোট চারবার ভেসে গিয়েছিল।
পুণের সিংহবাদ রোড, ধনকওয়াড়ি, বালাজিনগর, আম্বেগাঁও, শাহকার নদর, প্রভাবতি, কোলহিওয়াড়ি সহ বিভিন্ন জায়গায় জমে জল। গতকাল সন্ধ্যায় কার্যত অবরুদ্ধ হয়ে যায় পুণে। কাজ সেরে বাড়ি ফেরার পথে জমা জলে ট্র্যাফিক জ্যামে আটকে পড়েন বহু মানুষ।