PM Modi: সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি, লকডাউন নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী?

আজ সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেখানে ধাপে ধাপে লকডাউন তোলা-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর। তার প্রস্তুতি বৈঠক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা শনিবার একটি বৈঠক ডাকেন। সেখানে রাজ্যগুলির মুখ্যসচিব অথবা স্বরাষ্ট্রসচিবেরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্তা, বিভিন্ন জেলা আধিকারিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, এবং বিদেশসচিব। সরকারি সূত্রের খবর, আলোচনার মূল বিষয়বস্তু ছিল, ভিনরাজ্যের শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানো নিয়ে ভবিষ্যতে কী ভাবে এগোনো হবে। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে এটাও জানতে চাওয়া হয় যে, সংক্রমণের হার কোথায় কী ভাবে বাড়ছে, ২০ তারিখের পরে কোন রাজ্য কী ভাবে ছাড় দিয়েছে।

নরেন্দ্র মোদি (photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৭ এপ্রিল: আজ সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেখানে ধাপে ধাপে লকডাউন তোলা-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে খবর। তার প্রস্তুতি বৈঠক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা শনিবার একটি বৈঠক ডাকেন। সেখানে রাজ্যগুলির মুখ্যসচিব অথবা স্বরাষ্ট্রসচিবেরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্তা, বিভিন্ন জেলা আধিকারিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, এবং বিদেশসচিব। সরকারি সূত্রের খবর, আলোচনার মূল বিষয়বস্তু ছিল, ভিনরাজ্যের শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানো নিয়ে ভবিষ্যতে কী ভাবে এগোনো হবে। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে এটাও জানতে চাওয়া হয় যে, সংক্রমণের হার কোথায় কী ভাবে বাড়ছে, ২০ তারিখের পরে কোন রাজ্য কী ভাবে ছাড় দিয়েছে।

জানা গিয়েছে, লকডাউন আদৌ কতটা মানা হচ্ছে তানিয়েও বৈঠকে প্রশ্ন উঠেছে। বৈঠক শুরুর বক্তৃতায় গৌবা বলেন, ২০ তারিখের পরে আংশিক ছাড়ের জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে নির্দেশিকা গিয়েছিল, তা তৃণমূল স্তরে সঠিক ভাবে মানা হয়নি। স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রে হয় গা ঢিলে দিয়েছে, নয়তো অতিরিক্ত কড়া হয়েছে। মন্ত্রিসভার সচিবের বক্তব্য, ভাইরাস সংক্রমণ রোধের প্রশ্নে যথেষ্ট উন্নতি হলেও সব জায়গায় তা সমানভাবে হয়নি। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রের মুখ্যসচিব অজয় মেহতা লকডাউন পালনের জন্য আরও কঠোর নিয়ম জারি করার পরামর্শ দেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তখন নিজে থেকেই তাঁকে বলেন, যে কোনও রাজ্যের অধিকার রয়েছে অবস্থা বুঝে হটস্পটে বাড়তি সতর্কতার জন্য ব্যবস্থা নেওয়া। আরও পড়ুন- Popular Past Google Doodle Game: লকডাউনে বাড়িতে বোর হচ্ছেন? জনপ্রিয় গেম আনল গুগল ডুডল

বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর দাবিতে বৈঠকে সবচেয়ে বেশি সরব হয় কেরল। রাজ্যের মুখ্যসচিব টম জোসে জানান, পশ্চিম এশিয়া থেকে প্রায় ৫ লাখ মালয়ালি কর্মী এবং ছাত্রকে ফেরানোর বিষয়ে তাঁর সরকারের উপর প্রবল চাপ রয়েছে। কেন্দ্র তাঁদের ফেরানোর সিদ্ধান্ত নিলে কেরলে কীভাবে ওই ব্যক্তিদের কোয়েরেন্টাইন করা হবে, তানিয়ে বিশদ পরিকল্পনাও দেন তিনি।