এই দিনেই দেশের আত্মাকে পিষে মেরেছে কংগ্রেস, একথা কেন বললেন প্রধানমন্ত্রী?

আমরা সরকার চালাই, আইন ব্যবস্থা চালাই না।

নরেন্দ্র মোদির শপথে বাংলার রাজভোগ। (File Photo)

দিল্লি,  ২৫জুন: কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ক্ষোভের সুরে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime minister Narendra Modi) নেতৃ্ত্বে গত পাঁচ বছর ধরে দেশে সুপার ইমার্জেন্সি চলছে। আর কাকতালীয়ভাবে এদিনই সংসদে জরুরি অবস্থা (Emergency Period) নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির বক্তৃতার উপর লোকসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ ২৫ জুন। এই দিনেই দেশের আত্মাকে পিষে মারা হয়েছিল। সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মোদি বলেন, সাংবাদিকদের জেলে পোরা হয়েছিল। নেতাদের বন্দি করা হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছিল যে, সেসব মনে এলে এখনও আত্মা কেঁপে ওঠে।’’ আরও পড়ুন- Monsoon Session 2019: সংসদে কাটমানি ইস্যুতে সরব মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

বিরোধী দলনেতা অধীর চৌধুরি সোমবারই লোকসভায় শাসক দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছোঁড়েন, সনিয়া গান্ধী বা কংগ্রেসের কেউ যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তা হলে তাদের গ্রেপ্তার করে জেলে পাঠাননি কেন? সেই প্রশ্নের জবাবে এদিন পাল্টা কটাক্ষে মোদি বলেন, ‘‘আমরা সরকার চালাই, আইন ব্যবস্থা চালাই না। আমরা কাউকে জেলে পুরতেও চাই না।’’ ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেয়েছেন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি  বলেন, ‘‘কেউ জামিন পেয়ে বাইরে আছে, থাকুন না। এনজয় করুন।’’ বক্তৃতার শুরুতেই প্রথম বার সাংসদ হয়ে যাঁরা সংসদে এসেছেন, তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া দেশবাসী যাঁরা ভোট দিয়ে ফের বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তাঁদেরও অভিনন্দন জানান।