Janta Curfew: 'দীর্ঘ যুদ্ধ জয়ের সূচনার শব্দ', দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীর আবেদনে কাঁসর ঘণ্টা বাজিয়ে, হাততালি দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় (Coronavirus Pandemic) জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ধন্যবাদ সাধারণ মানুষের। ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা ছুঁতেই পাড়ায় পাড়ায় সকলে বাড়ির বারান্দা, উঠোনে বেরিয়ে আসেন। শুরু হয় শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা বাজতে থাকে। অনেকেই থালা বাজাতে থাকেন। সামিল হন রাজনৈতিক নেতা থেকে সেলিব্রিটিরা। তাঁর আবেদন মেনে সবাই এগিয়ে আসায় পাল্টা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
নতুন দিল্লি, ২২ মার্চ: প্রধানমন্ত্রীর আবেদনে কাঁসর ঘণ্টা বাজিয়ে, হাততালি দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় (Coronavirus Pandemic) জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ধন্যবাদ সাধারণ মানুষের। ঘড়ির কাঁটা বিকেল পাঁচটা ছুঁতেই পাড়ায় পাড়ায় সকলে বাড়ির বারান্দা, উঠোনে বেরিয়ে আসেন। শুরু হয় শঙ্খধ্বনি, উলুধ্বনি, কাঁসর ঘণ্টা বাজতে থাকে। অনেকেই থালা বাজাতে থাকেন। সামিল হন রাজনৈতিক নেতা থেকে সেলিব্রিটিরা। তাঁর আবেদন মেনে সবাই এগিয়ে আসায় পাল্টা ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
প্রধানমন্ত্রী টুইটার লেখেন, "এটি ধন্যবাদের শব্দ, কিন্তু একটি দীর্ঘ যুদ্ধজয়ের সূচনারও শব্দ। আসুন, আমরা এই সংকল্পের সঙ্গে, এই সংযমের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেদের সামাজিক দূরত্বে বেঁধে রাখি।" মোদি লেখেন,"দেশ করোনভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বদানকারী প্রতিটি ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছে। দেশবাসীকে অনেক ধন্যবাদ ..।" আরও পড়ুন: West Bengal Lockdown: ২৭ মার্চ পর্যন্ত লকডাউন রাজ্যে
নোভেল করোনার প্রকোপ রুখতে রবিবার ‘জনতা কারফিউ’ (Janta Curfew)-র ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাস্থ্য, সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মী, যাঁরা নিজেদের কথা না ভেবে অন্যদের সেবায় নিয়োজিত রয়েছেন, হাততালি, থালা, কাঁসর, ঘণ্টা বাজিয়ে সন্ধ্যায় তাঁদের ধন্যবাদ জানাতেও সাধারণ মানুষকে আর্জি জানান তিনি।