Israel to Narendra Modi: হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়ায় নরেন্দ্র মোদিকে 'প্রিয় বন্ধু' বলে ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

বিশ্বজুড়ে করোনা নিয়ে হাহাকার। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে কিছুটা হলেও কাজে দিচ্ছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। এই ওষুধের জন্য ভারতের ভরসায় রয়েছে অন্যান্য দেশগুলি। এর আগে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় ধন্যবাদ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদিকে।

বেঞ্জামিন নেতানিয়াহু ও নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

তেল অভিভ, ১০ এপ্রিল: বিশ্বজুড়ে করোনা নিয়ে হাহাকার। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে কিছুটা হলেও কাজে দিচ্ছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine)। এই ওষুধের জন্য ভারতের ভরসায় রয়েছে অন্যান্য দেশগুলি। এর আগে আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোয় ধন্যবাদ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi)।

ইতিমধ্যেই ইজরায়েলের জন্যও ওষুধ পাঠিয়েছে ভারত। তাই ট্যুইটারে ‘বন্ধু’ নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু। ভারত ও ইজরায়েলের সৌহার্দ্য অবশ্য আগেও চোখে পড়েছে। মোদি ও নেতানিয়াহুর সম্পর্কও বেশ বন্ধুত্বপূর্ণ। বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজের ট্যুইটারে লিখেছেন, ‘ইজরায়েলের ক্লোরোকুইন পাঠানোর জন্য ধন্যবাদ। ইজরায়েলের সমস্ত মানুষ ভারতকে ধন্যবাদ জানাচ্ছে।’ আরও পড়ুন, করোনা মোকাবিলায় রাজ্যগুলির জন্য ১৫০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের 

বুধবার রাতে ট্যুইটারে তিনি ভারত তথা ভারতবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, ‘কঠিন সময়ে বন্ধুদের সহযোগিতা বেশি করে দরকার হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত এবং ভারতবাসীকে ধন্যবাদ। কখনও ভুলব না। ধন্যবাদ নরেন্দ্র মোদি। আপনার নেতৃত্ব শুধুই ভারতের নয়, গোটা মানবজাতির।’ হাইড্রক্সিক্লোরোকুইন নামে ম্যালেরিয়ার ওই ওষুধের ২৯ মিলিয়ন ডোজ ইতিমধ্যেই রওনা হয়েছে আমেরিকার উদ্দেশ্যে। গুজরাত থেকে জাহাজে করে পাঠানো হচ্ছে সেই ওষুধ।

ওষুধ পাঠাতে না বলায় ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি দিতে থাকেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, “আমি প্রচুর পরিমাণ ওষুধ আনাচ্ছি। ২৯ মিলিয়ন এর থেকেও বেশি। বেশিরভাগটাই ইতিমধ্যে ভারত থেকে রওনা হয়েছে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলাম, যদি তিনি ওষুধ পাঠান। মোদি ভীষণ ভালো মানুষ।” এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসেনারোও এই ঔষধটি চেয়ে পাঠান। তিনিও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।