National Florence Nightingale Awards: অনন্য পরিষেবার জন্য ৩৯ জন নার্সকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটঙ্গেল অ্যাওয়ার্ডস দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নিজেদের কর্মস্থলে অনন্য পরিষেবা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ৩৯ জন নার্সকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটঙ্গেল অ্যাওয়ার্ডস দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Photo Credits: ANI

নয়াদিল্লি: নিজেদের কর্মস্থলে অনন্য পরিষেবা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) আয়োজিত একটি অনুষ্ঠানে ৩৯ জন নার্সকে (nursing professionals) ন্যাশনাল ফ্লোরেন্স নাইটঙ্গেল অ্যাওয়ার্ডস (National Florence Nightingale Awards) দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। ২০২২-২০২৩ সালের জন্য এই পুরস্কার (prestigious award) দেওয়া হয়েছে তাঁদের। কাজের প্রতি তাঁদের ডেডিকেশন (dedication), কর্তব্যপরায়ণতা (duty) ও সমাজের জন্য তাঁদের অক্লান্ত পরিষেবার (service to the community) জন্য এই পুরস্কার পেয়েছেন ওই ৩৯ জন নার্স।

বৃহস্পতিবার রাইসিনা হিলে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য (Union Minister of Health and Family Welfare Dr Mansukh Mandaviya), কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী প্রফেসর এস পি বাঘেল (Union Minister of State for Health and Family Welfare, Prof S P Baghel)-সহ স্বাস্থ্য দফতরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা (other dignitaries)। আরও পড়ুন: Nitish Kumar & Mamata Banerjee: মমতার সঙ্গে দেখা করতে পাটনা সার্কিট হাউসে গেলেন নীতীশ কুমার

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now