Black Fungus: আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, পুণেতে আক্রান্ত ৩০০
পুণে, ২১ মে: করোনার(Corona) সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। দিল্লি, বিহারের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক ছড়াচ্ছে মহারাষ্ট্র (Maharashtra) জুড়েও। পুণেতে(Pune) ব্ল্যাক ফাঙ্গাসের কামড়ে ইতিমধ্যেই ৩০০ জন আক্রান্ত হয়েছেন বলে জানান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
শুক্রবার সাংবাদিকদের সামনে হাজির হয়ে অজিত পাওয়ার জানান, পুনেতে ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) ৩০০ জন আক্রান্ত হয়েছেন। তবে ব্ল্যাক ফাঙ্গাসে পুণেতে যে ৩০০ জন আক্রান্ত বলে জানা যায়, তাঁরা প্রত্যেকে ওই জেলার নন। মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলার মানুষও রয়েছেন।
আরও পড়ুন: White Fungus: ব্ল্যাক ফাঙ্গাসের পর হানা হোয়াইট ফাঙ্গাসের, সাবধান, সাদা ছত্রাক কাড়তে পারে প্রাণ
ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসায় প্রতিদিন ৬টি করে ইনজেকশন লাগছে। ফলে ৩০০ রোগীর প্রায় ১৮০০ ইনজেকশন একদিন লাগছে। প্রত্যেক রোগীর চিকিৎসায় যাতে পর্যাপ্ত ওষুধ এবং ইনজেকশনের ব্যবস্থা করা হয়, তার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান অজিত পাওয়ার।