Pregnant Cow’s Jaw Blown Off By Explosive: এবার গর্ববতী গোরুর মুখে বিস্ফোরণ; অভিযুক্ত মালিকের প্রতিবেশী

কেরালায় গর্ভবতী হাতি মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘটনা সামনে এল। তবে এবার আর হাতি নয়। হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) একটি গর্ভবতী গোরুর (Pregnant Cow) মুখে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পরে গুরুতর জখম হয়েছে গোরুটি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের বিলাসপুর (Bilaspur) জেলার ঝান্ডুতা এলাকায় একটি জমিতে এই ঘটনা ঘটে।

গর্ববতী গোরুর মুখে বিস্ফোরণ (Photo: Twitter)

শিমলা, ৬ জুন: কেরালায় গর্ভবতী হাতি মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘটনা সামনে এল। তবে এবার আর হাতি নয়। হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) একটি গর্ভবতী গোরুর (Pregnant Cow) মুখে বিস্ফোরণ হয়েছে। ঘটনার পরে গুরুতর জখম হয়েছে গোরুটি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের বিলাসপুর (Bilaspur) জেলার ঝান্ডুতা এলাকায় একটি জমিতে এই ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে যে ঘটনাটি ১০ ​​দিন আগে হয়েছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে আহত গোরুটিকে দেখা গেছে। তার চোয়াল ফেটে রক্তক্ষরণ করা হচ্ছে। মারাত্মক জখম হয়েছে গোরুটি। ভাইরাল ভিডিয়োতে গোরুর মালিক গুরুয়াল সিং এই বিষয়ে প্রশাসনের সহায়তা চেয়েছেন ও দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। গোরুর মালিক গুরুয়াল সিং প্রতিবেশী নন্দলালের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, নন্দলাল ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। সিং আরও জানিয়েছেন যে ঘটনার পরই নন্দলাল পালিয়ে গেছেন। আরও পড়ুন: Dawood Ibrahim: করোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম কি মৃত? জোর জল্পনা

সম্প্রতি কেরালার পালককাদ জেলায় একটি গর্ভবতী হাতি মারা যায়। বাজি ভরা আনারস খেয়ে ফেলে হাতিটি। এই ঘটনায় দেশজুড়ে এক ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পিনারাই বিজয়ন সরকার