Prajwal Revanna Sex Video: সেক্স ভিডিয়ো কেলেঙ্কারি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে বরখাস্ত করছে JD(S)

কর্ণাটকে জনতা দল (সেকিউলার)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে তাঁর গৃহে কর্মরত এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে সম্প্রতি। হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তাঁর বাবা তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে।

Prajwal Revanna (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল: যৌন কেলেঙ্কারির (Sex Video) অভিযোগ প্রকাশ্যে আসতেই এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে জনতা দল (সেকিউলার)। প্রজ্জ্বল রেভান্নাকে মঙ্গলবার দল থেকে বরখাস্ত করা হতে পারে বলে খবর। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার ২ দিনের মাথায় এবার দলের তরফে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্তনেওয়া হচ্ছে। প্রজ্জ্বলের সেক্স ভিডিয়ো সামনে আসার পর থেকেই কর্ণাটকে (Karnataka) বিজেপি (BJP), জেডিএস (JD(S) জুটিকে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

কর্ণাটকে জনতা দল (সেকিউলার)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে তাঁর গৃহে কর্মরত এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে সম্প্রতি। হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তাঁর বাবা তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video: দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার সেক্স ভিডিয়ো, অভিযোগ নিয়ে কী বললেন কাকা কুমারস্বামী

পুলিশ সূত্রে খবর, যে মহিলা প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্নার (HD Revanna) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি বলেন, তাঁদের বাড়িতে যে মহিলারা কাজ করেন গৃৃহকর্মের, তাঁদের যৌন হেনস্থা করেন পিতা, পুত্র।

যদিও প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্নার ডিপ ফেক ভিডিয়ো তৈরি করে ওই সেক্স টেপ বানানো হয়েছে। যার সঙ্গে সত্যের কোনও যোগ নেই। এইচ ডি দেবেগৌড়ার প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ছেলে এবং নাতিকে বদনাম করেই এই ধরনের মিথ্যে ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এমনই পালটা দাবি করা হচ্ছে রেভান্না পিতা-পুত্রের তরফে।



@endif